ranaghat-durga-puja-cancel-decision

ব্যুরো নিউজ, ২ অক্টোবর :রানাঘাটের কামালপুর এলাকার ১১২ ফুটের দুর্গা প্রতিমার পুজো এবার হচ্ছে না। মহালয়ার সকালে উদ্যোক্তারা ঘোষণা করেছেন, তারা আইনি জটিলতার কারণে পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। উদ্যোক্তাদের দাবি, তারা বিশ্বের সর্ববৃহৎ দুর্গাপ্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিলেন। কিন্তু তা করতে গিয়েই আদালতের কাছে জর্জরিত হন।

মানুষের সৃষ্ট সবথেকে দামি জিনিসটি কোথায় তা রয়েছে জানেন?

পুজো বন্ধের দুঃসংবাদ

কাশ্মীরে নাসরাল্লার মৃত্যুর প্রতিবাদে সামিল স্থানীয় মানুষ

এক পুজো উদ্যোক্তার বক্তব্য,’ আমাদের জেলাশাসকের কাছে পাঠানো হয়েছিল। আদালতে যাওয়ার মতো অর্থ নেই। গ্রামবাসীদের অর্থের ওপর নির্ভর করে এই পুজো ছিল। এখন ৬০ লক্ষ টাকার খরচ হয়ে গেছে।’ রানাঘাটের গ্রামবাসীরা মূলত কৃষিজীবী, তাই তাদের পক্ষে এতো টাকা জোগাড় করা অত্যন্ত কঠিন।গ্রামের এক মহিলা আবেগপ্রবণ হয়ে বললেন,’ আমাদের পুজো শেষ। সবাই কাঁদছে। আশেপাশের গ্রামের মানুষও একই কথা বলছেন’।

মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সন্দিপের জামিন খারিজ করল আদালত

জেলাশাসক পুজোর অনুমতি দিতে অস্বীকৃতি জানানোয় পুজো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের মতে, বিদ্যুতের চাহিদা ও আইনশৃঙ্খলার সমস্যা সৃষ্টির আশঙ্কা ছিল। ফলে এই বছর রানাঘাটের ১১২ ফুটের দুর্গা পুজো হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর