ব্যুরো নিউজ ১১ নভেম্বর :রামপ্রসাদী গানের সুরে এবার মা কালীর জাঁকজমক সহ আরাধনা করলেন বেহালার সরশুনাথ তরুণ সংঘ। এবার পুজোয় তাদের থিম ছিল মুক্ত কৃষির শক্ত বেড়া। এই গান লিখেছিলেন সাধক রামপ্রসাদ। সত্যি রামপ্রসাদী গানে আদলেই তৈরি হয়েছিল তরুণ সংঘের প্যান্ডেল। চারিদিকে বেড়া সেই সঙ্গে মায়ের মূর্তি যেন মুক্তকেশেই শক্ত বেড়ার মধ্যে রয়েছেন মা।
দাবা বিতর্কে নতুন মোড়ঃ দিব্যেন্দু বড়ুয়ার বিরুদ্ধে বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের অভিযোগ
পরের বছরে কলেবর বৃদ্ধির ভাবনা
বনগাঁয় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে চালাণো হল গুলি, তদন্ত শুরু করেছে পুলিশ
কি ছিল না সেই পুজোয় ভক্তি ভরে আরাধনা থেকে মন্ডপের সাজসজ্জা যা দেখতে হাজির হয়েছিলেন স্থানীয় মানুষজন আর মা কালীর ভক্তরা। ছিল সাধারণ মানুষ দর্শক এলাকাবাসীর জন্য খিচুড়ি ভোগের আয়োজন। সবই ছিল পুজোকে কেন্দ্র করে। আগামী বছর তারা আরেকটু জাঁকজমক সহ পুজো করার উদ্যোগ নেবেন। তরুণ সংঘের কর্তারা এমন প্রত্যাশা করছেন কিন্তু স্থান সংকুলান একটা বড় বিষয়। যদিও এবার তারা সরকার হাটে একেবারে রাস্তার ওপর থেকে প্যান্ডেল সাজিয়ে খানিকটা গলির মধ্যে প্রতিমা সাজাতে বাধ্য হয়েছিল। তবে দিনদু একে এই কালীপুজোর আয়োজনে সকলেই হাত বাড়িয়েছেন। সামান্য অসুবিধা হলেও আনন্দের সঙ্গে তারা সব মানিয়ে নিয়েছেন। কিন্তু প্রতিমা বিসর্জনের সময় তারা সকলেই একসঙ্গে থাকলেও সকলের চোখে মুখেই ছিল বিষাদের সুর। এরই মধ্যে ইভিএম নিউজে পক্ষ থেকে তাদের এই পুজোর আয়োজনের জন্য দেওয়া হয়েছে পুরস্কার।