rajinikanth-health-update-released-from-hospita

ব্যুরো নিউজ, ৪ অক্টোবর :কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রজনীকান্ত। মহাধমনীতে সমস্যা দেখা দেয়ায় তাকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এবার সেখান থেকে ছুটি পেলেন তিনি। বৃহস্পতিবার সকালে ১১ টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন এই কিংবদন্তি অভিনেতা।

ধোনির সঙ্গে সাক্ষাৎ করতে ১,২০০ কিমি সাইকেল চালালেন যুবক

রজনীকান্তের স্বাস্থ্য

গত ৩০ সেপ্টেম্বর রজনীকান্তের পেটব্যথা শুরু হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা জানান, তার মহাধমনী (Aorta) ফুলে গিয়েছে।  যা জীবন-ট্রান্সক্যাথেটার হতে পারে। তবে স্বস্তির খবর, চিকিৎসা পদ্ধতি হিসেবে কোনও সার্জারি ছাড়াই ট্রান্সক্যাথেটার পদ্ধতির মাধ্যমে সফলভাবে তার অবস্থার উন্নতি করা হয়।

মিঠুন চক্রবর্তীর জাতীয় পুরস্কার থেকে দাদাসাহেব ফালকে, যাত্রা অব্যাহত

ডক্টর আর কে ভেঙ্কেটাসালম, যিনি হাসপাতালের মেডিকেল সার্ভিসের পরিচালক, জানিয়েছেন যে সোমবার রজনীকান্তকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মঙ্গলবার, ১ অক্টোবর, হাসপাতালে সিনিয়র কার্ডিওলজিস্ট ডাক্তার সাই সতীশ মহাধমনীতে একটি স্টেন্ট বসান। যা ফোলা কমাতে সহায়তা করেছে। চিকিৎসা সফল হওয়ায় রজনীকান্ত বর্তমানে স্থিতিশীল এবং ভাল আছেন।

বর্ষা কি আবার ফিরে আসবে?কি বলছে আবহাওয়া দফতর 

অভিনেতার স্ত্রীও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, রাতের বেলায় তার পেট ব্যথা শুরু হয়েছিল। চিকিৎসার পর এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতালে চিকিৎসার অভিজ্ঞতা মোটেও স্বস্তিকর ছিল না। তবে এখন রজনীকান্তের সুস্থতা তার ভক্তদের জন্য একটি আশার আলো।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর