ব্যুরো নিউজ, ৯ নভেম্ববর :রাজারহাটের ঝালিগাছি এলাকায় একটি নার্সারির বাগানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন শুভ সর্দার নামে এক যুবক। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নার্সারির মালিক নিমাই মণ্ডল অবৈধভাবে মিটার বক্স থেকে তার টেনেছিলেন। সেই তার মাটিতে পড়ে ছিল যা শুভর জন্য বিপদজনক হয়ে দাঁড়ায়।
চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে পকেটে বাড়তি টাকা রাখুন!
তদন্ত শুরু করে পুলিশ
ট্রেন মিস হলে কী করবেন? জেনারেল টিকিটেই কীভাবে অন্য ট্রেনে উঠবেন জেনে নিন
বাগানে কাজ করার সময় শুভ ওই তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। তার সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত মিটার বক্সে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। শুভকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। খবর পাওয়া যায়, শুভকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার পরিবারও সাহায্যের জন্য ছুটে আসে। কিন্তু অভিযোগ রয়েছে, নার্সারির মালিক নিমাই মণ্ডল শুভর ফোন নিয়ে পালিয়ে যান।
স্তন ক্যান্সার নির্ণয়ে প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল এসএসকেএম
শুভকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর শুভর পরিবার রাজারহাট থানায় নার্সারির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ তদন্ত শুরু করেছে । এই অবৈধ বিদ্যুৎ সংযোগের ঘটনায় আরও অনেক প্রশ্ন উঠেছে।