ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা একজন সফল ব্যবসায়ী, আইপিএল টিমের মালিক এবং সমাজে সম্মানিত ব্যক্তি। কিন্তু ২০২১ সালে একটি বিতর্কিত পর্ন ভিডিও তৈরির মামলায় তার নাম জড়ানোর পর থেকেই জীবন বদলে যায়। পর্ন ভিডিও তৈরির অভিযোগে রাজকে টানা ৬৩ দিন জেলে থাকতে হয়েছিল। এখন জামিনে মুক্তি পাওয়ার তিন বছর পর রাজ এই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।
ডাবল চিন দূর করার সহজ ঘরোয়া উপায়ঃ থাকুন আকর্ষণীয়
রাজ কুন্দ্রার বক্তব্য:
সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ জানিয়েছেন তিনি দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখেন। তবে যে অপমান ও মানহানি তাকে এবং তার পরিবারকে সহ্য করতে হয়েছে তার ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না।রাজের দাবি এই ঘটনার শিকড় তার ছেলের নামে খোলা একটি প্রযুক্তি পরিষেবা কোম্পানি। সেই কোম্পানির মাধ্যমে তিনি তার বোনের স্বামীকে প্রযুক্তিগত সাহায্য দিয়েছিলেন। সেই সংস্থা প্রাপ্তবয়স্কদের জন্য ‘A’ রেটেড ভিডিও তৈরি করত। রাজের যুক্তি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ভিডিও এবং পর্নোগ্রাফির মধ্যে তফাত রয়েছে।রাজ স্পষ্ট জানিয়েছেন আমি কখনও কোনও পর্ন ফিল্ম বা ভিডিওর সঙ্গে যুক্ত ছিলাম না। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ব্যবসায়িক শত্রুতার কারণেই এই ষড়যন্ত্র করা হয়েছে এবং একজন চেনা শত্রুই তাকে ফাঁসানোর চেষ্টা করেছে।
বিক্রান্ত মাসে স্পষ্ট করলেন, অভিনয়ে অবসর নয়, শুধু প্রয়োজন বিরতির
রাজ জানান, এই ঘটনা তার পরিবারের মানসিকভাবে ভেঙে পড়ার কারণ হয়েছে। শিল্পা শেট্টির নামও এই বিতর্কে টেনে আনা হয়েছে। যা ছিল পুরোপুরি অনুচিত।রাজ বর্তমানে বেকসুর খালাস পাওয়ার জন্য আইনি লড়াই চালাচ্ছেন। তিনি এই মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) কাছেও নিজের বক্তব্য স্পষ্ট করেছেন।রাজ কুন্দ্রার এই ঘটনা শুধু তার ব্যক্তিগত জীবনের নয়, ভারতীয় মিডিয়ার ট্রায়ালের একটি বড় উদাহরণ। বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই তিনি এই লড়াই চালিয়ে যাচ্ছেন।