Raj Bhavan

ব্যুরো নিউজ, ২৮ জুন : রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই রাজভবনে কর্মীদের প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রসঙ্গত উপনির্বাচনে জয়ী নতুন দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত চলছে। এরই মধ্যে রাজভবনে কর্মীদের প্রবেশ নিয়ে নয়া নির্দেশিকা জারি। সূত্রের খবর, রাজভবন সচিবালয় তরফে চিঠি দিয়ে পুরো বিষয়টি জানানো হয়েছে পুলিশ কমিশনারকে।

স্বস্তিতে হেমন্ত সোরেন, হাইকোর্টে মিলল জামিন
রাজভবনে কর্মী প্রবেশের জারি নয়া নিয়ম

BJP Helpline

সূত্রে খবর, এতদিন রাজভবন কর্মীদের ঢোকা বা বেরনোর সময় শুধুমাত্র নিজেদের পরিচয়পত্র দেখালেই হতো। কিন্তু চলতি সপ্তাহের সোমবার থেকে সেই নিয়মের কিছুটা পরিবর্তন করা হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী রাজভবনে কর্মরত ব‌্যক্তিকে প্রতিবার ঢোকা বা বেরনোর সময় নিজের পরিচয়পত্র ছাড়াও একটি খাতায় নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর, আইডি কার্ড নম্বর, সময়, কোন বিভাগে কর্মরত-সহ যাবতীয় তথ‌্য লিখতে হচ্ছে। এর পাশাপাশি প্রতিদিন ডিউটিতে যোগ দেওয়ার সময় সব এন্ট্রি করে ঢুকতে হচ্ছে। বাড়ি ফেরার সময় আবার এন্ট্রি করে বেরতে হচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর