রেলের ইউনিয়ন ভোটে প্রথমবার ইভিএমের ব্যবহার

ব্যুরো নিউজ,৫ ডিসেম্বর:এত দিন লোকসভা বা বিধানসভা ভোটেই ইভিএমের ব্যবহার দেখা যেত। এবার প্রথমবার রেলের ইউনিয়ন ভোটেও ইভিএম ব্যবহার করা হলো। বিশেষ করে কলকাতা মেট্রোতে পরীক্ষামূলকভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।

বেআইনি নির্মাণের দৌরাত্ম্যঃ ভাঙতে গিয়ে পদে পদে বাধা

উত্তেজনা এবং সংঘর্ষ


রেলের ১৭টি জ়োনে শুরু হওয়া ইউনিয়ন ভোট বুধবার থেকে তিন দিন ধরে চলবে। কলকাতা মেট্রোর ছ’টি কেন্দ্র— মেট্রো রেল ভবন, পার্ক স্ট্রিট, সেন্ট্রাল পার্ক ডিপো, সল্টলেক, টালিগঞ্জ অফিসার্স ক্লাব, এবং নোয়াপাড়া প্রশাসনিক ভবনে ভোট হয়। ইভিএমের পাশাপাশি ব্যালটেও ভোটগ্রহণ করা হয়েছে। তবে গণনা করা হবে ব্যালটের ভোট। ইভিএমের ফলাফল মিলিয়ে দেখা হবে। মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন পরীক্ষামূলক এই প্রয়াস সফল হলে ভবিষ্যতে রেলের ইউনিয়ন ভোট শুধুমাত্র ইভিএমেই হতে পারে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম বর্ষে চাঁদের হাট

অন্য দিকে উত্তেজনা তৈরি হয়েছে ব্যারাকপুরে রেলের ইউনিয়ন ভোট ঘিরে।অভিযোগ বহিরাগতরা ইআরএমসি এবং ইআরএমইউ বুথে ভাঙচুর চালায়। হামলায় পাঁচজন আহত হয়েছেন, এক ইআরএমসি কর্মীর মাথা ফেটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরপিএফ বাহিনী মোতায়েন করা হয়।ভোটের গণনা হবে আগামী ১২ ডিসেম্বর। ইভিএমের ব্যবহার নিয়ে প্রাথমিক সাড়া ইতিবাচক হলেও ভোটের দিন উত্তেজনা এবং সংঘর্ষ কিছুটা প্রশ্ন তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর