গঙ্গা আরতিতে রাঘব-পরিণীতি

ব্যুরো নিউজ ১১ নভেম্বর : ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানে ধুমধাম করে গাঁটছড়া বাঁধেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। বিয়ের পর সুখী দাম্পত্যে ডুবে রয়েছেন এই তারকাদম্পতি । এবার ধর্মীয় আচারেও মন দিয়েছেন তারা। সম্প্রতি দিল্লির বাড়িতে আমন্ত্রণ জানিয়ে শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছিলেন তারা। সপ্তাহ দুয়েক কাটতে না কাটতেই তারকাদম্পতি চলে যান বেনারসে। যেখানে দশাশ্বমেধ ঘাটে গঙ্গার পবিত্র আরতি করেন।

শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের সাহায্য নিতে চায় বাংলাদেশ সরকার

ধর্মীয় মনোভাব কি সংসারে নতুন সদস্যের আগমনের ইঙ্গিত?

রবিবার প্রয়াগরাজে পৌঁছনোর পর রাঘব-পরিণীতির আগমনে খুশি হয়ে তাদের সাদরে আমন্ত্রণ জানায় গঙ্গা সেবা নিধির সদস্যরা। কমিটির সভাপতি সুশান্ত মিশ্র তাদের ঐতিহ্যবাহী অঙ্গবস্ত্র, প্রসাদ এবং স্মারক প্রদান করেন। সেই অঙ্গবস্ত্র পরেই দশাশ্বমেধ ঘাটে বসে পূজা করেন রাঘব চাড্ডা। তার পাশে সবুজ পোশাকে ছিলেন পরিণীতি। সেই মুহূর্তগুলোর ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা দেখে তাদের অনুরাগীরা খুশি।অনেকের মনে কৌতূহলও জেগেছে—এই ধর্মীয় মনোভাব কি সংসারে নতুন সদস্যের আগমনের ইঙ্গিত?

রান্নাঘরের এই টিপসগুলি ফলো করুন! নষ্ট হবে না একটাও জিনিস

সম্প্রতি দিল্লিতে শংকরাচার্যকে আমন্ত্রণ জানিয়ে সনাতনী পদ্ধতিতে ‘পাদুকা পুজো’র আয়োজন করেছিলেন এই দম্পতি। শংকরাচার্যের পা ধুইয়ে তারা আশীর্বাদ গ্রহণ করেন, এবং সেই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বেশ কয়েকজন সাধুসন্ত উপস্থিত ছিলেন। পরিণীতির কোচরে ফলপ্রসাদ দান করতেও দেখা যায় শংকরাচার্যকে।পরপর ধর্মীয় আচার পালন করে তারকাদম্পতি তাদের ভক্তিমূলক অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। বেনারসে গঙ্গা আরতিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে তারা আরও একবার সনাতন ধর্মের প্রতি তাদের আস্থার প্রমাণ দিলেন। যা নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর