ব্যুরো নিউজ, ৬ নভেম্ববর :জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে সিঙ্গুরে ত্রিশূল হাতে শোভাযাত্রায় অংশ নিলেন হুগলীর তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সিঙ্গুরের রতনপুরে উদয় সংঘ ক্লাবের ৫০তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর আয়োজনে সাংসদসহ স্থানীয় মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না উপস্থিত ছিলেন। সবুজ পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর তাকে হাতে ত্রিশূল নিয়ে উৎসবে পা মেলাতে দেখা যায়।
বর্ধমানের মঙ্গলকোটে গৃহবধূর উপর নির্যাতন, গ্রেপ্তার অভিযুক্ত!
বলাগড়ে দেখা দিয়েছে ডাইরিয়ার প্রোকোপ
শীতের প্রতীক্ষা বেড়েই চলেছে, হাওয়া অফিস বলছে এখনই নয়!
রচনা বন্দ্যোপাধ্যায় জানান, ‘সবাইকে আনন্দে মেতে উঠতে দেখে আমিও ত্রিশূল হাতে শোভাযাত্রায় যোগ দিই। এর আগে জগদ্ধাত্রী পুজোয় অংশ নেওয়ার সুযোগ হয়নি। তাই এবারে এসে সিঙ্গুরের মানুষের সঙ্গে একাত্ম হতে ভালো লাগছে। সিঙ্গুর আমার কাছে এক বিশেষ অনুভূতির জায়গা, সারা পশ্চিমবঙ্গের মানুষ সিঙ্গুরকে ভালোবাসে। সেই ভালোবাসার বন্ধনেই সবার সঙ্গে থাকার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
ইকো পার্কে নতুন চমক, ‘সোলার ডোম’ উদ্বোধন মন্ত্রী ফিরাদ হাকিমের হাত ধরে
এদিকে, রচনা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ এলাকা বলাগড়ে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।যেখানে ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, ‘মৃতদের জন্য আমরা অত্যন্ত দুঃখিত। স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আশা করি দ্রুত এই রোগ নিয়ন্ত্রণে আসবে । আক্রান্তরা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।’



















