ব্যুরো নিউজ, ১ নভেম্ববর :হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আগামী দু’দিনের সব অনুষ্ঠান বাতিল করেছেন। তার এই সিদ্ধান্তে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নানা জনসভা, শুটিং এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে তার উপস্থিতির অপেক্ষায় থাকা ভক্তরা খবরটি পেয়ে রচনার দ্রুত সুস্থতা কামনা করছেন।
দীপাবলির কালীপুজো উদ্বোধনে ব্যস্ত টলিউড তারকারা, জিয়াগঞ্জে শুভশ্রীর গান ভাইরাল
অনুরাগীদের আশ্বস্ত করলেন অভিনেত্রী রচনা
তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে খুব চিন্তার কিছু নেই। সাময়িক অসুস্থতা থেকে দ্রুত আরোগ্যের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। চিকিৎসকের পরামর্শে দু’দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। রচনা নিজেও ভক্তদের আশ্বস্ত করেছেন শীঘ্রই তিনি পুরনো উদ্যমে ফিরে আসবেন এবং অনুরাগীদের সঙ্গ দেবেন।
ভাইফোঁটায় বোনকে উপহার দিন সোনা! দেখে নিন আজকের দাম
এই অসুস্থতার কারণে তার আসন্ন অভিনয় ও রাজনৈতিক কাজগুলো কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও তিনি শারীরিক সমস্যার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তার দ্রুত সুস্থতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার বার্তা তার ভক্তদের মনকে কিছুটা হলেও হালকা করেছে।এই মুহূর্তে তার অসুস্থতার বিষয়ে নজর রাখছেন চিকিৎসকরা। দু’দিন পর রচনা আবার ফিরবেন তার কর্মজীবনের ব্যস্ততায় এটাই তার ভক্তদের আশা।