quota-reform-movement-durga-puja-security-arrangements

ব্যুরো নিউজ, ৯ অক্টোবর :বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার খবর আসার পর, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। হাসিনার পদত্যাগের পর সংখ্যালঘুদের ওপর বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ উঠে এসেছে। এই অবস্থায় দুর্গাপুজো আয়োজন নিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে বাংলাদেশ পুলিশ আশ্বাস দিয়েছে যে, দুর্গাপুজোকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতের নতুন এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সফল পরীক্ষার নজির

ইউনুস সরকারের বড় সিদ্ধান্ত

মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দুর্গাপুজোর জন্য বিশেষ ঘোষণা করেছে। ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ জানিয়েছেন, সাধারণত দুর্গাপুজোর জন্য একদিন ছুটি দেওয়া হলেও এবার ২ দিন ছুটি দেওয়া হচ্ছে, এবং সপ্তাহান্তে আরও ২ দিন ছুটি থাকছে। অর্থাৎ, মোট ৪ দিন ছুটি থাকবে দুর্গাপুজো উদযাপনের জন্য।

চাপ বাড়ছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারে বিনীতের ওপর

সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকরা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবিও জানিয়েছেন। প্রশাসন ও পুলিশ বাহিনী সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছে, যাতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর