ব্যুরো নিউজ, ৮ নভেম্ববর :দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ ছবির সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘পুষ্পা ২’ মুক্তির। অর্জুনের চরিত্র পুষ্পার স্টাইল, সংলাপ ও সিগনেচার স্টেপ আট থেকে আশির মধ্যে ভাইরাল হয়ে রয়েছে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আল্লু অর্জুন ঘোষণা করেছেন ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।
দেব ও শুভশ্রী কি আবার রুপোলি পর্দায় একসঙ্গে কাজ করবেন?কী বললেন দেব
কবে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’ ?
মা হলেন শ্রীময়ী চট্টরাজ! কন্যা সন্তানের জন্ম দিয়ে আবেগঘন বার্তা কাঞ্চনের জন্য
কয়েকটি মুক্তির তারিখ সামনে এলেও ছবি মুক্তির বিষয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে ৫ ডিসেম্বর ছবির মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ায় শুরু হয়েছে কাউন্টডাউন। বিশেষজ্ঞদের মতে, ‘পুষ্পা ২’ প্রথম দিনেই ভারতের বুকে ২০০ কোটি। বিশ্বজুড়ে মোট ২৭০ কোটি টাকা আয়ের সম্ভাবনা রাখে।
কলকাতার ফুটপাতের কোন কোন খাবার অত্যন্ত প্রিয় অদিতি রাও হায়দরি
একের পর এক অঞ্চলে ছবি মুক্তির সম্ভাব্য আয়ের পরিসংখ্যানও উঠে এসেছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৮৫ কোটি, কর্ণাটকে ২০ কোটি, তামিলনাড়ুতে ১২ কোটি, কেরালায় ৮ কোটি এবং অন্যান্য রাজ্যে ৭৫ কোটি টাকা। এর বাইরে আন্তর্জাতিক মার্কেটে প্রায় ৭০ কোটি টাকা আয় করার সম্ভাবনা রয়েছে। এটি ভারতের প্রথম দিনের সর্বোচ্চ বক্স অফিস আয়ের রেকর্ড গড়ার সম্ভাবনা রাখে।
‘পুষ্পা ২’ মুক্তির দিন মূলত ১৫ অগাস্ট ঠিক ছিল। তবে পরিচালক সুকুমার এই প্রজেক্টকে নিখুঁত করতে কিছুটা বাড়তি সময় নিয়েছিলেন। এরপর ৬ ডিসেম্বর তারিখ ঠিক হলেও সম্প্রতি সেটি একদিন এগিয়ে আনা হয়। মাত্র তিন সপ্তাহ পরই পর্দায় ফিরছে পুষ্পা রাজ। আর তার ভক্তরা প্রস্তুত প্রথম দিনের প্রথম শো দেখার জন্য।