ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:আল্লু অর্জুন, রশ্মিকা মন্দনা ও ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করে চলেছে। মুক্তির প্রথম পাঁচ দিনেই ছবিটি আয় করেছে ৫৯৪.১ কোটি টাকা। শীঘ্রই ৬০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশিদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর প্রস্তাব ইউনূসের
উদ্বোধনী উইকেন্ডে ঝড়ো সাফল্য
৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিনেই আয় করে ৯৩.৮ কোটি টাকা। দ্বিতীয় দিন ১১৯.২৫ কোটি এবং রবিবার আয় আরও বেড়ে দাঁড়ায় ১৪১.০৫ কোটি টাকায়। এমনকি সোমবারও ছবিটি ৬৫.১ কোটি টাকার ব্যবসা ধরে রাখে।ছবিতে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা রাজ লাল চন্দন চোরা চালান সিন্ডিকেটের নেতা হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে। শ্রীবল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা এবং পুলিশ অফিসার ভানওয়ার সিং শেখাওয়াতের ভূমিকায় ফাহাদ ফাসিলও প্রশংসিত হয়েছেন। শেষ দৃশ্যে ছবির তৃতীয় অধ্যায় ‘পুষ্পা থ্রি: দ্য র্যাম্পেজ’ এর ইঙ্গিত দিয়ে দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
অবসরের পথে বেণীমাধব স্রষ্টা জয় গোস্বামী
‘পুষ্পা ২’ একই দিনে দুটি ভাষায় (তেলেগু ও হিন্দি) ৫০ কোটির বেশি আয়ের রেকর্ড গড়েছে। এটি ভারতের চলচ্চিত্র ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজন করেছে।ছবির সাফল্যে অভিভূত হয়ে আল্লু অর্জুন ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানান। একটি স্থিরচিত্র শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘গঙ্গাম্মা থাল্লি আশীর্বাদ।’ ছবির বর্তমান সাফল্যের ধারা বজায় থাকলে এটি অদূর ভবিষ্যতে আরও বড় বক্স অফিস রেকর্ড তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।