ব্যুরো নিউজ ১৬ মে: বিজ্ঞান বলছে, মানুষের পুত্র বা কন্যা সন্তান হবে, তা নির্ভর করে বাবার শরীরে থাকা ক্রোমোজোমের উপর। পুরুষের শরীরে এক্স ও ওয়াই—দুই ধরনের সেক্স ক্রোমোজোম থাকে। ডিম্বাণুর নিষেক হয় পুরুষের শুক্রাণুর সঙ্গে, আর এই শুক্রাণু যদি এক্স বহন করে, তবে কন্যাসন্তান হয়, আর যদি ওয়াই বহন করে, হয় পুত্রসন্তান। কিন্তু, সেই ওয়াই ক্রোমোজোম নিয়েই উঠেছে নতুন প্রশ্ন। গবেষণায় দেখা যাচ্ছে, মানুষের ওয়াই ক্রোমোজোম ধীরে ধীরে সংকুচিত হয়ে হারিয়ে যেতে পারে ভবিষ্যতে। যদি তা-ই হয়, তাহলে ভবিষ্যতে পুরুষসন্তানের জন্ম বন্ধ হয়ে যেতে পারে—এমনটাই ইঙ্গিত বিজ্ঞানীদের।
ওয়াই ক্রোমোজোমের ভবিষ্যৎ কী?
সম্প্রতি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, মানুষের শরীরের এক্স ক্রোমোজোমে প্রায় ৯০০টি জিন রয়েছে। কিন্তু ওয়াই ক্রোমোজোমে রয়েছে মাত্র ৫৫টি জিন। অস্ট্রেলিয়ার প্রফেসর জেনি গ্রেভস এই গবেষণায় উল্লেখ করেছেন, ১৬৬ মিলিয়ন বছর আগে ওয়াই ক্রোমোজোমে যে সংখ্যক জিন ছিল, তার প্রায় সবটাই আজ হারিয়ে গেছে। গড়ে প্রতি ১০ লক্ষ বছরে ৫টি করে জিন হারিয়ে যাচ্ছে। এই হার অব্যাহত থাকলে আগামী ১১০ লক্ষ বছরের মধ্যে ওয়াই ক্রোমোজোমের শেষ জিনগুলোও হারিয়ে যাবে। তখন হয়তো পুরুষসন্তান জন্মানো বন্ধ হয়ে যাবে, পৃথিবীতে থাকবে কেবল মেয়েসন্তান।
শিশুর জন্মের সময় ফর্সা থাকলেও পরে কেন শ্যামলা হয় জানেন? জানুন এর বিজ্ঞানসম্মত কারণ
তবে এই আশঙ্কার মধ্যেও আশার আলো দেখিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, ক্রোমোজোম সংকোচনের এই প্রক্রিয়ায় কোনও এক সময় নতুন ‘লিঙ্গ নির্ধারণকারী’ জিন তৈরি হতে পারে। তবে সেটিও এক জটিল প্রক্রিয়া। এমন নতুন জিন উদ্ভব হলে ভিন্ন ভিন্ন অঞ্চলে তার বিবর্তনও হতে পারে আলাদা আলাদা ভাবে।
মমতার খামে রাজনৈতিক কৌশল? দিলীপের দরজায় পৌঁছল নবান্ন!
প্রফেসর গ্রেভস আশঙ্কা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতে, যদি কেউ পৃথিবীতে এসে দেখেন, হয়তো তখনকার মানুষ আমাদের মতো থাকবে না। হয়তো একাধিক ভিন্ন প্রজাতির ‘মানুষ’ তখন বাস করবে এই গ্রহে।” ফলে কন্যাভ্রূণ হত্যার মতো অপরাধ যেখানে এখনও সমাজে সচল, সেখানে এই গবেষণা একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও দেয়—সন্তানের লিঙ্গ নির্ধারণে নারীর কোনও ভূমিকা নেই, পুরুষের ওয়াই ক্রোমোজোমই তার নিয়ন্ত্রক। আর সেই ক্রোমোজোম যদি ধ্বংসের পথে হাঁটে, তবে মানুষজাতির ভবিষ্যৎই এক দিন প্রশ্নের মুখে পড়তে পারে।