ব্যুরো নিউজ, ১৩ জুন : ওড়িশার নবীন পট্টনায়েকের বিজেডি সরকারের অবসান ঘটেছে। ওড়িশায় গঠিত হয়েছে বিজেপি সরকার। বুধবার মোহন চরণ মাঝি ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পরেই উড়িষ্যা জগন্নাথ মন্দির নিয়ে ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত নিলেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী।
ইটালি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির
বৃহস্পতিবার থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই খুলে দেওয়া হবে বলে ক্যাবিনেট বৈঠকে জানানো হয়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার আগামিকাল থেকে পুরী জগন্নাথ মন্দিরের চারটি দরজাই পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সকল মন্ত্রীদের উপস্থিতিতে মন্দিরের চারটি দরজা খোলা হবে। এবার থেকে ভক্তরা মন্দিরের চারটি দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন।’
উল্লেখ্য করণাকালে মন্দিরের একটিমাত্র দরজা খোলার রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি সরকার। করোনা সংক্রমণ শেষ হলেও একই সিদ্ধান্ত জারি রেখেছিল তৎকালীন সরকার। সেই অনুযায়ী এতদিন মন্দিরের মূল প্রবেশদ্বার বাদে সব দরজা বন্ধ ছিল। নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই মন্দিরের চারটি দরজা খোলার সিদ্ধান্ত নেন। মন্দিরের বেশিরভাগ দরজায় বন্ধ থাকায় পুণ্যার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এর পাশাপাশি মন্দির সংস্কার ও সংরক্ষণের জন্য ৫০০ কোটি টাকার তহবিল তৈরীর সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট বৈঠকে