ব্যুরো নিউজ, ১৩ জুন : সাঙ্গ হয়েছে লোকসভা নির্বাচনের পর্ব। নতুন সরকারও গঠন হয়েছে। টানা দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিদেশ সফরের মোদী। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণে সেদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবারই রওনা দিয়েছেন ইটালির উদ্দেশ্যে।
জি৭ সম্মেলন অংশ নিতে বিদেশ সফর মোদীর
সেদেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৪ থেকে ১৫ জুন সেখানে জি৭ সম্মেলন আয়োজিত হবে। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যোগ দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মোদীর এটাই হবে প্রথম বিদেশ সফর।
‘আউটরিচ কান্ট্রি’ হিসেবে ভারতকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান, বিদেশ দফতরের সচিব বিনয় মোহন কোয়াত্রা। এই নিয়ে ভারত এই সন্মেলনে এগারোবার অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী মোদি এই নিয়ে পাঁচবার এই সম্মেলনে অংশ নিচ্ছেন। জি২০ শীর্ষ সম্মেলনে যে সিদ্ধান্তগুলি উঠে এসেছিল, জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর অংশগ্রহণের ফলে, সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার বড় সুযোগ পাওয়া যাবে বলে জানান, বিদেশ দফতরের সচিব বিনয় মোহন কোয়াত্রা।
জর্জিয়া মেলোনি ইটালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বছর দুয়েক হলো তিনি প্রধানমন্ত্রীর কুরসিতে বসেছেন। তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। অন্যদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি নিশ্চিত হলেন তখন তাকে অভিনন্দন জানান জর্জিয়া মেলোনি। দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় করতেই মেলোনির আমন্ত্রণে ইটালি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ইটালি সফরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।