পাঞ্জাবে মাদক উদ্ধার

ব্যুরো নিউজ ২৮ অক্টোবর : পাঞ্জাব পুলিশের গোপন অভিযানে সামনে এল বড়সড় আন্তর্জাতিক মাদক চক্রের ঘটনা। কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) বিভাগ অমৃতসরের বাবা বাকালা এলাকায় পাকিস্তান থেকে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়।

হলদিরাম এলাকায় জল জমার সমস্যা সমাধানের খোঁজে প্রশাসন

কি কি উদ্ধার হয়েছে ?

চেকপোস্টে নবপ্রীত সিং ও লাভপ্রীত নামে দু’জনের গাড়ি থেকে প্রথমে উদ্ধার হয় ৭ কেজি হেরোইন। পরে তাদের তথ্যের ভিত্তিতে আরও তল্লাশি চালিয়ে পাওয়া যায় মোট ১০৫ কেজি হেরোইন, ৩২ কেজি ক্যাফিন অ্যানহাইড্রাস ও ১৭ কেজি ডেক্সট্রোমেথরফিন। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় ৬টি পিস্তল, যার মধ্যে ৫টি বিদেশি।পুলিশ জানিয়েছে, পাকিস্তান থেকে রবারের টিউবের মাধ্যমে জলপথে এই মাদক ভারতে পৌঁছানো হয়েছিল। অভিযানে ধৃত নবপ্রীত, যিনি তুর্কি নাগরিক, এবং তার সঙ্গী লাভপ্রীতকে জিজ্ঞাসাবাদ চলছে। এই বিশাল মাদক কারবারের মূল হোতাদের ধরতে রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঋতুস্রাবের সময় কি খেলে স্বাস্থ্যের উন্নতি হবে? জানুন প্রয়োজনীয় খাবারগুলি

সম্প্রতি দিল্লির মহিপালপুরেও ৫৬০০ কোটি টাকার মাদক উদ্ধার হয়, যেখানে পাওয়া গিয়েছিল ৫৬২ কেজি কোকেন ও ৪০ কেজি হাইড্রোফোনিক মারিজুয়ানা। দিল্লির ঘটনায় মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছিল বিদেশে বসবাসরত বিরেন্দ্র বরোসা নামের একজনকে, যার নির্দেশে দেশজুড়ে মাদক ছড়ানো হচ্ছিল। পাঞ্জাবের এই মাদক উদ্ধারের সাথে দিল্লির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা নিয়েও তদন্ত চলছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর