pujo-release-bengali-movies-box-office

ব্যুরো নিউজ ১২ অক্টোবর : এবারের পুজোতে মুক্তি পাওয়া তিনটি বাংলা ছবির মধ্যে লড়াই চলছে। “টেক্কা” এবং “বহুরূপী” একে অপরকে কাঁটায় কাঁটা টক্কর দিচ্ছে। এই তিন ছবির মধ্যে বর্তমান অবস্থান জানতে আগ্রহী দর্শকরা। দেবও অষ্টমীর রাতে ভক্তদের জানিয়েছেন কিছু তথ্য।

ধর্মতলায় ‘দ্রোহের উৎসব’, জুনিয়র ডাক্তারদের পাশে অসংখ্য মানুষের ভিড়

কোন সিনেমা কত আয় করেছে জেনে নিন

প্রথম তিন দিনে “বহুরূপী” ছবিটি ২ কোটি টাকার বেশি আয় করেছে, যা উইন্ডোজ প্রোডাকশন হাউজের একটি সফল ছবি হিসেবে বিবেচিত হচ্ছে। তার পরেই অবস্থান করেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত “টেক্কা”, যা ৩ দিনে ১ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। দেব নিজেই এই খবর নিশ্চিত করেছেন। অন্যদিকে, “শাস্ত্রী” ছবিটি কিছুটা পিছিয়ে পড়েছে, কারণ এটি মাত্র ২৫ লাখ টাকা আয় করেছে।এক্সিবিটর এবং হল মালিক অরিজিৎ দত্ত বলেন, “দু’টি বাংলা ছবিই বক্স অফিসে দারুণ ভালো চলছে।” দেব টেক্কা ছবির পোস্টার শেয়ার করে লেখেন, “এটা একটা ব্লকবাস্টার, ৭০টির বেশি হাউজফুল শো সহ।মোটকথা, “টেক্কা”, “বহুরূপী” এবং “শাস্ত্রী” তিনটি ছবিই গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে। “টেক্কা” ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়, যেখানে দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র অভিনয় করেছেন। ছবিটি দুর্দান্ত টুইস্টে ভরা এবং দর্শকদের নজর কেড়েছে।

দশভুজার হাতে পরিবেশ বাঁচানোর ১০ বার্তা যেন এক ব্যতিক্রমী দুর্গোৎসব

অন্যদিকে “বহুরূপী” পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যেখানে আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ এবং কৌশানি মুখোপাধ্যায় অভিনয় করেছেন। ছবির গল্পটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে, যেখানে ব্যাঙ্ক ডাকাতির ঘটনা তুলে ধরা হয়েছে।”শাস্ত্রী” ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু, যেখানে মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী এবং দেবশ্রী রায় অভিনয় করেছেন। ছবিটি কুসংস্কার ও বিজ্ঞানের লড়াইকে নিয়ে তৈরি।

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর