pujo-padma-price-hike-due-to-rain-

ব্যুরো নিউজ ১০ অক্টোবর : নিম্নচাপের কারণে টানা বর্ষণের ফলে ফুল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে পুজোর সময় পদ্ম সংগ্রহ করতে বিঘ্ন ঘটছে। মহাষষ্ঠীতে কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে পদ্মের দাম উঠেছে ৩০-৩৫ টাকা, কিন্তু বিভিন্ন ছোট বাজারে সেই দাম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণত পুজোর সময় পদ্মের চাহিদা এক কোটি হলেও এবার বর্ষণের কারণে অনেক ফুল চাষিরা পদ্ম যোগাড়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

শনির গতি পরিবর্তনে প্রভাব পড়বে তিনটি রাশিতে

কি জানাছেন ফুল ব্যবসায়ীরা

অনেক জায়গায় জল দাঁড়িয়ে থাকার কারণে পদ্ম নষ্ট হয়েছে এবং কিছু ফুল হিমঘরে মজুত রাখা হলেও তা পর্যাপ্ত নয়। পুজোর আগে দাম বৃদ্ধির পেছনে এই পরিস্থিতি দায়ী। সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, এবারের পরিস্থিতি পূর্ববর্তী বছরের তুলনায় অনেক খারাপ।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ২৪ পরগনার ফুলচাষে ব্যাপক ক্ষতি হয়েছে। এই কারণে ফুলের দাম বৃদ্ধি পেয়েছে। ষষ্ঠীর দিন লাল গাঁদা ১০০ টাকা, হলুদ গাঁদা ১২০ টাকা, রজনীগন্ধা ৫০০ টাকায় বিক্রি হয়েছে। যদিও বেঙ্গালুরু এবং ওড়িশার পদ্ম এসেছে, তবে সেগুলোর গুণগত মান তেমন ভালো নয়।

কলকাতায় ‘আকাশের তিমি’ বেলুগা এক্সএল বিমানের আগমন

আসলে, পুজো উদ্যোক্তারা যতটা সুন্দর গোলাপি রঙের পদ্ম চান, তা পেতে পারছেন না। ফলে, সঠিক মানের ফুল সংগ্রহ করতে গিয়ে তারা শুকিয়ে যাচ্ছে। এই অবস্থায় কালীপুজো পর্যন্ত ফুলের দাম বাড়তেই থাকবে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর