ব্যুরো নিউজ ১৫ নভেম্বর : সোরিয়াসিস একটি ইনফ্লেমেটারি ত্বকজনিত অসুখ। এতে শরীরের সাইটোকাইনস অতিরিক্ত সক্রিয় হয়ে ত্বকের কোষ দ্রুত তৈরি হতে থাকে। ফলে মৃত চামড়া জমে ছাল ওঠার মতো অবস্থা হয়। এর নির্দিষ্ট কোনও কারণ না থাকলেও জেনেটিক বা পরিবেশগত প্রভাব এর পেছনে ভূমিকা রাখে। সাইটোকাইনস প্রদাহ বাড়িয়ে ত্বকের পাশাপাশি জয়েন্টেও সমস্যা তৈরি করতে পারে।
বারাসতে আইনজীবী বন্দনা মাইতির মৃত্যুর পর আইনজীবীদের নিরাপত্তার দাবিতে আন্দোলন
এই রোগ তিনটি বয়সগোষ্ঠীতে বেশি দেখা যায়:
- শিশুকাল (চাইল্ডহুড সোরিয়াসিস)।
- ১৫-২৫ বছর বয়স (আর্লি অনসেট)।
- মধ্যবয়স ও বার্ধক্যে।
সোরিয়াসিস হলে সাধারণত জীবনের একটি দীর্ঘ সময় এই সমস্যায় ভুগতে হয়।
এই রোগের লক্ষণগুলো কি কি
- চামড়া ওঠা: সাদা বা রক্তবর্ণ চামড়া।
- চুলকানি: আক্রান্ত স্থানে চুলকানি, কখনো রক্তক্ষরণ।
- নখের পরিবর্তন: গর্ত বা দাগ।
- জয়েন্টের সমস্যা: পসোরিয়াটিক আর্থ্রাইটিস।
- আপনি কি দুধ নষ্ট হয়ে গেলে ফেলে দিচ্ছেন ? জেনে নিন কেটে যাওয়া দুধ কীভাবে কাজে লাগাবেন
রোগের চিকিৎসা ও প্রতিরোধ
1. মলম ও শ্যাম্পু: নির্দিষ্ট চিকিৎসকের পরামর্শে ব্যবহার।
2. বায়োলজিক থেরাপি ও লেজার থেরাপি: আধুনিক চিকিৎসা পদ্ধতি।
3.ইনফেকশন রোধ: অ্যান্টিবায়োটিক প্রয়োগ প্রয়োজন হতে পারে।
রোগের সতর্কতা
- ধূমপান, মদ্যপান এড়ান।
- ওজন নিয়ন্ত্রণ করুন।
- মানসিক চাপ কমান।
- ক্ষত বা আঘাত এড়ানোর চেষ্টা করুন।