stadium

ব্যুরো নিউজ, ৮ মে : পাকিস্তান সুপার লিগ (PSL)-এর উত্তেজনা এক ধাক্কায় থমকে গেল রাওয়ালপিন্ডিতে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আচমকা ড্রোন হামলার ঘটনায় আতঙ্ক ছড়ায়। ঘটনার জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দ্রুত সিদ্ধান্ত নেয়— সব ম্যাচ অন্যত্র সরানো হবে। ফলে রাওয়ালপিন্ডি-সহ পিএসএলের বাকি ম্যাচগুলি করাচির নিরাপদ স্টেডিয়ামে আয়োজিত হবে।

ওয়াকফ ইস্যুতে ক্ষুব্ধ মমতা!মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা “প্ররোচনা দেবেন না, শত্রু হয়ে যাব” দিল্লিতে আন্দোলনের পরামর্মত

পিএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল পেশোয়ার জ়ালমি বনাম করাচি কিংসের মধ্যে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল রাত ৮টায়। কিন্তু সকালেই সেই স্টেডিয়ামের আকাশে ড্রোনের হানা ঘটে। সূত্রের দাবি, হামলায় স্টেডিয়ামের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, দেয়াল ভেঙে পড়ে। তাই আপাতত রাওয়ালপিন্ডিতে আর কোনও খেলা সম্ভব নয় বলে জানায় পিসিবি। পাক বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘‘বাকি ম্যাচগুলো করাচিতে স্থানান্তর করা হচ্ছে। কারণ করাচিকে এখন সবচেয়ে নিরাপদ মনে করা হচ্ছে।’’

মেয়ের শ্বশুরের সঙ্গে চুটিয়ে প্রেম মমতার, প্রায় রাত কাটাতেন একসাথে তারপর সকলে যা দেখল তাতে কপালে উঠলো চোখ

উত্তেজনার আঁচ ক্রিকেটেও

ড্রোন হামলার ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সেই ছবিগুলির সত্যতা এখনও নিশ্চিত হয়নি। হামলা ঠিক কীভাবে ঘটল বা কোথা থেকে সেই ড্রোন এসেছিল, তা নিয়েও এখনও ধোঁয়াশা রয়েছে।

“অপারেশন সিঁদুর”এর পর সীমান্তে উত্তেজনা,মমতা সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে অমিত শাহের জরুরি বৈঠক

উল্লেখ্য, পাকিস্তানের সেনার অভিযোগ, বৃহস্পতিবার একাধিক শহরে ভারতীয় ড্রোন প্রবেশ করেছিল। লাহৌর, গুজরানওয়ালা, বাহওয়ালপুর এবং রাওয়ালপিন্ডিতে ভারতের ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন পাক সেনার মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরি। এই ঘটনার উত্তেজনার আঁচ এবার সরাসরি পড়ল ক্রিকেটের ময়দানেও। যদিও করাচি নিয়ন্ত্রণরেখা থেকে অনেকটা দূরে, তাই নিরাপত্তার স্বার্থে সেখানে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তবে ড্রোন হামলার জেরে PSL-এর আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর