ব্যুরো নিউজ,২আগস্ট: তৃণমূল বিধায়কের গাড়ি বিজেপি বিধায়ককে গিয়ে সরাসরি ধাক্কা মেরেছে। এই অভিযোগ তুলেছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। আবার তার আগে বিধানসভা চত্বরে ডাবগ্রাম- ফুলবাড়ীর বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তৃণমূল বিধায়কের গাড়ি কোনো হর্ন না দিয়ে তাকে গিয়ে সজোরে ধাক্কা মেরেছে। পরপর দুইজন বিজেপি বিধায়ক তৃণমূল বিধায়কের গাড়ি ধাক্কা মেরেছে বলে অভিযোগ করায় বিধানসভার চত্বরে তুমুল তোলপাড় শুরু হয়।
“এই”একটি শাক বর্ষাকালে ভুলেও খাবেন না, হতে পারে মহাবিপদ
বিধানসভায় ঢোকার মুখে তৃণমূল MLA-র গাড়ি ধাক্কা দেয় BJP MLA- দের
বিধানসভায় ঢোকার সময় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি ডাবগ্রাম- ফুলবাড়ীর বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে সজোরে ধাক্কা দেয়, এরকমটাই অভিযোগ করেন বিজেপি বিধায়ক। শুধু তিনি নন, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়াও একই অভিযোগে সরব হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাবগ্রাম- ফুলবাড়ীর বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল বিধায়কের গাড়ি একবারও হর্ন দিলেন না। সজোরে ধাক্কা মেরে গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছেন। ওদের কোনো মানবিকতা নেই।
প্যারিস অলিম্পিক্স এ আরো একটি পদক স্বপ্নীল এর হাত ধরে
শুক্রবার বিধানসভা চত্বরে বিজেপির বিধায়করা বিক্ষোভ শুরু করেন। তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে বিধানসভার অন্দরে একাধিক ইস্যুতে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে বাইরে বেরিয়ে গিয়ে বিজেপি বিধায়করা বিক্ষোভ শুরু করেন। আর ঠিক সেই সময় বিধানসভায় ঢুকে পড়ে জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি। কোনো হর্ন না দিয়ে সজোরে গিয়ে একাধিক বিজেপি বিধায়ককে ধাক্কা মারে বলে অভিযোগ।এরপরই বিজেপি বিধায়করা তৃণমূল বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন।পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।তবে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের হস্তক্ষেপে তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।