বাংলাদেশিদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর প্রস্তাব ইউনূসের

ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:বাংলাদেশিদের ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় বা অন্য কোনও প্রতিবেশী দেশে সরানোর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এই দাবি তোলেন তিনি। একই দিনে ভারতীয় বিদেশসচিব বিক্রম মিশ্রীর সঙ্গেও বৈঠক করেন ইউনূস।

অবসরের পথে বেণীমাধব স্রষ্টা জয় গোস্বামী

শিক্ষার্থীদের সমস্যার সমাধানের তাগিদ


বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে ইউনূসের এই উদ্যোগ। তিনি উল্লেখ করেন, ভিসার সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা দিল্লি গিয়ে ইউরোপীয় ভিসার জন্য আবেদন করতে পারছেন না। ফলে অনেকের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হচ্ছে। ইউনূস বলেন ভিসা সেন্টার ঢাকায় স্থানান্তর হলে বাংলাদেশি শিক্ষার্থীরা উপকৃত হবে এবং ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতেও তাদের অংশগ্রহণ বাড়বে।বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বুলগেরিয়ার উদাহরণ তুলে ধরেন। বুলগেরিয়া সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা ও ভিয়েতনামের হ্যানয়ে তাদের দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদান করবে। তৌহিদ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোকেও এ ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির হোটেলের দরজা বন্ধঃ ভরা মরসুমে কঠোর সিদ্ধান্ত

বর্তমানে বাংলাদেশিদের ইউরোপের ভিসার জন্য দিল্লিতে যেতে হয়। যদিও ঢাকায় ইউরোপীয় দূতাবাস রয়েছে সেগুলোতে ভিসা সেন্টার নেই। এ বিষয়ে দীর্ঘদিন ধরে সমস্যা না থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনা সরকারের পতনের সময় সাময়িকভাবে ভিসা পরিষেবা বন্ধ থাকায় জটিলতা বৃদ্ধি পেয়েছে।ইউনূসের মতে, ঢাকায় ভিসা সেন্টার স্থাপন করলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শিক্ষাবিনিময় ও সম্পর্ক উন্নত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর