এনসিসি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ বক্তব্য

ব্যুরো নিউজ,২৫ নভেম্বর:২৪ নভেম্বর ‘ন্যাশনাল ক্যাডার কর্পস’ (এনসিসি) দিবস।এই দিনেই সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১৬ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী তার এনসিসি-তে থাকার সময়ের মূল্যবান স্মৃতি শেয়ার করেন এবং যুবসমাজের জন্য এর গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশে অবৈধ ওষুধ কারবারঃ আর জি কর কাণ্ডের তদন্তে নয়া মোড়

নানা খাতে অবদান


মোদী বলেন, আজকের দিনটি এক বিশেষ দিন, আজ এনসিসি দিবস। যখনই এনসিসির কথা ভাবি, তখনই আমাদের স্কুল-কলেজের কথা মনে পড়ে। আমি নিজে এনসিসি ক্যাডার ছিলাম, তাই আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এনসিসি আমাকে যা শিক্ষা দিয়েছে, তা অত্যন্ত অমূল্য। এটি যুবকদের মধ্যে নিয়মানুবর্তিতা, নেতৃত্বের গুণাবলী এবং সেবার মনোভাব গড়ে তোলে।এছাড়াও, মোদী তার গায়ানা সফর সম্পর্কেও কিছু স্মৃতি শেয়ার করেন। তিনি বলেন, গায়ানায় ভারতীয় সংস্কৃতির অবিচ্ছিন্ন ধারাকে ধরে রাখার ক্ষেত্রে গায়ানার ভারতীয়দের অবদান অসাধারণ।সেখানে একটি ‘মিনি ইন্ডিয়া’ রয়েছে, যা ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে।

প্রৌঢ়ের ফুসফুস থেকে বের হল নকল দাঁত, দীর্ঘদিনের কষ্ট থেকে অবশেষে মুক্তি 

মোদী গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি-রও প্রশংসা করেন এবং বলেন, গায়ানার ভারতীয়রা আজ রাজনীতি, ব্যবসা, শিক্ষা এবং সংস্কৃতির সকল ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।গায়ানার প্রেসিডেন্ট ড. ইরফান আলি ভারতীয় বংশোদ্ভূত, যা নিয়ে তিনি অত্যন্ত গর্বিত।মোদী আরও বলেন, ১৮০ বছর আগে ভারতীয়দের গায়ানায় শ্রমিক হিসেবে পাঠানো হয়েছিল। কিন্তু আজ, গায়ানার ভারতীয়রা সেখানে নেতৃত্ব দিচ্ছে এবং দেশটির নানা খাতে অবদান রাখছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর