ব্যুরো নিউজ, ২৭ জুন, শর্মিলা চন্দ্র : সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মোদি সরকারের ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উল্লেখ্য ১৮ তম লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের আগে ‘রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম’- এই তিনটি ভিতের ওপর ভিত্তি করেই দেশের সার্বিক উন্নয়নের কথা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। শত অধিবেশনে ভাষণ দিতে গিয়ে সরকার যে এই তিনটি আদর্শ মেনেই আগামী দিনে কাজ করবে সে কথাই শোনালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
‘এই সরকারের আমলে দেশের আর্থিক বৃদ্ধি হয়েছে’
বিরল ‘হাসি রোগে’ আক্রান্ত অভিনেত্রী আনুশকা !
‘১০ বছর আগে দেশের অর্থনীতি বিশ্বের মধ্যে ১১তম স্থানে ছিল। বর্তমানে ভারত উঠে এসেছে পঞ্চম স্থানে। এই সময়ে কোভিড অতিমারীর মতো ভয়ংকর সময়ও ছিল। কিন্তু দেশের আর্থিক বৃদ্ধিকে আটকে রাখা যায়নি। সরকারের ‘রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম’ নীতির কারণেই তা সম্ভব হয়েছে। আমার সরকার আগামী দিনে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে গড়ে তুলবে’ বলে জানান রাষ্ট্রপতি। নারী, যুব প্রজন্ম, কৃষকদের উন্নয়ন করলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব বলে জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই কারণেই শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিষাণ নিধির ফাইলে কৃষকদের সই করিয়েছেন।
এদিন রাষ্ট্রপতি মোদীর সরকারের প্রশংসা করে বলেন, একাধিক ক্ষেত্রে এই সরকার নানা উন্নয়নমূলক কাজ করেছে।
প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তোলার জন্য গত ১০ বছরে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। নারী কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে। ৭০ বছরের বেশি বয়সীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করেছে।