Preparation for Sleeveless Shorts: Best Razor Tips

ব্যুরো নিউজ,১৭ সেপ্টেম্বর :হঠাৎ করে স্লিপলেস শর্টস পরার ইচ্ছে হয়েছে, কিন্তু আন্ডারআর্মস এবং পা ভর্তি লোম রয়েছে। বর্তমানে ওয়াক্স করার সময় নেই, তাই রেজ়ারই ভরসা। রেজ়ার দিয়ে লোম তোলার প্রক্রিয়া খুব সহজ, তবে এটি লোম তোলার পর দুই-তিন দিনের মধ্যে পুনরায় লোম গজানোর সমস্যাও সৃষ্টি করে। তাছাড়া, রেজ়ার ব্যবহারের ফলে ত্বক খসখসে হয়ে যেতে পারে।

কানাডায় জন্মদিনে তেলঙ্গানার যুবক নিখোঁজ,পরে মৃতদেহ উদ্ধার

রেজ়ারের সঠিক ব্যবহার

পুজোয় ব্লাউজ়ের সাথে কোন গয়না পরবেন?জেনে নিন সেরা টিপস!

তবে, সময় কম থাকলে রেজ়ারই সেরা সমাধান। রেজ়ার ব্যবহার করার আগে গরম জলে স্নান করুন এবং লুফা দিয়ে ত্বক পরিষ্কার করুন। এতে ত্বকের উপরের মৃত কোষও উঠে যাবে। রেজ়ার ব্যবহারের পর গরম জল ব্যবহার না করে ঠান্ডা জল দিয়ে ত্বক ধোবেন, যা ত্বককে কোমল রাখবে।

দুর্গাপুজোয় পদ্মার ইলিশ এবার পশ্চিমবঙ্গে আসবে না

রেজ়ার ব্যবহার করার সময় সাবান ব্যবহার না করে শেভিং ক্রিম বা বডি ওয়াশ, শাওয়ার জেল, কন্ডিশনার ব্যবহার করতে পারেন। রেজ়ার লোমের উল্টো দিকে টানুন, প্রথমে উল্টো দিকে এবং পরে সোজা দিকে। এরপর ঠান্ডা জল দিয়ে ত্বক পরিষ্কার করুন। শেভিং করার পর ত্বকে ময়েশ্চারাইজার অথবা বডি অয়েল মাখুন, যা ত্বকের শুষ্কতা ও খসখসে ভাব দূর করতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর