ধরমঘাত

বড় সিদ্ধান্ত বেসরকারি বাস সংগঠনগুলির! লোকসভা নির্বাচনের কারণে তিন দিনের বাস ধর্মঘট স্থগিত!
রবিবার রাতে তারা ধর্মঘট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছে!

ব্যুরো নিউজ,  মার্চ, পুস্পিতা বড়াল: নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের। পাঁচটি বেসরকারি বাস সংগঠনের মঞ্চ এই ভোটগণনার কারণেই পূর্বঘোষিত তিন দিনের বাস ধর্মঘট থেকে সরে দাঁড়াল। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে রবিবার রাতে তারা ধর্মঘট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছে।

রাজীব কুমারের জায়গায় রাজ্যের নতুন ডিজিপি বিবেক সহায়

ড্রাইভার ঘুমোতেই গাড়ি ও মাছ দু’ই নদীতে

ওই বিজ্ঞপ্তি ‘গণপরিবহণ বাঁচাও’ কমিটির নাম দিয়ে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘‘ইতিমধ্যে গত ১৬ মার্চ তারিখে সমগ্র ভারতে লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার সঙ্গে নির্বাচনী নিয়মবিধি চালু হওয়া এবং তৎসহ উচ্চতর প্রশাসনের অনুরোধে আমরা প্রস্তাবিত পরিষেবা বন্ধের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে বাধ্য হলাম।’’

বিরাট সংখ্যক বাস এবং মিনিবাস সোমবার সপ্তাহের প্রথম দিনে রাস্তায় না নামলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হত। ‘গণপরিবহণ বাঁচাও’ কমিটির দাবি, কলকাতা-সহ দূরবর্তী জেলাগুলি থেকে প্রায় তিন হাজার বাস রাস্তায় নামত না এই ধর্মঘট বাস্তবায়িত হলে। ফলে যাত্রীসাধারণকে প্রবল সমস্যার মধ্যে পড়তে হত ভোট প্রস্তুতি ও রমজান মাসের সময়। কিন্তু তারা প্রশাসনের অনুরোধে আপাতত স্থগিত করে দিচ্ছেন এই ধর্মঘট।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর