ব্যুরো নিউজ, ১২ মে : পাক অধিকৃত কাশ্মীরে-র একাধিক জায়গায় বিক্ষোভ। মুজাফ্ফরাবাদ, দাদভাল, মিরপুর, সামাহনি, সেহানসা, রাওয়ালকোট, তত্তপানি সহ একাধিক জায়গায় বিক্ষোভ।
ইজরায়েলকে পরমাণু হামলার হুঁশিয়ারি!
পাকিস্তানে আর্থিক পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছে। এই আর্থিক সংকট থেকে বেরতে পাক সরকার ‘বলির পাঠা’ বানিয়েছে সাধারণ মানুষকেই। কার্যত আর্থিক সঙ্কট কাটাতে জনগণের উপরেই চাপানো হয়েছে বিপুল করের বোঝা। এই অতিরিক্ত করের বোঝা, মূল্যবৃদ্ধিও পাশাপাশি বিদ্যুৎ সঙ্কটের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ। এর আগেও একাধিকবার পাক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে সেখানকার মানুষ।
পাকিস্তান সরকারের বিরুদ্ধে পথে সেখানকার মানুষ। বিক্ষোভকারী সাধারণ মানুষের উপরে চড়াও হয় পাক-পুলিশ। এমনকি বিক্ষোভ ঠেকাতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জও করা হয়। ঘটনায় দুইজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। এছাড়াও আহত বহু। এমনকি বিক্ষোভকারী- সহ বিক্ষভে নেতৃত্ব দিয়েছেন এমন বহু নেতাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও পাক বাহিনীর বিরুদ্ধে শুন্যে একে-৪৭-এ গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় আজাদির স্লোগান দিতে শোনা যায় বিক্ষভকারীদের।