pijush on Share market issue

ব্যুরো নিউজ, ৭ জুন: ‘ভোটে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি রাহুল’

ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যকে তুলোধোনা কলকাতা হাইকোর্টের
এবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের কটাক্ষের মুখে পড়লেন কংগ্রেস সংসদ রাহুল গান্ধী। শেয়ার বাজারে কেলেঙ্কারি হয়েছে এই অভিযোগে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর দিকে আঙুল তুলছেন রাহুল গান্ধী। এবার সেই ইস্যুতেই কংগ্রেস সাংসদের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন পীযূষ গোয়েল।

BJP Helpline

উল্লেখ্য, এবার বিরাট সংখ্যক আসন জিতে কেন্দ্রে সরকার গঠন করবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। লোকসভা নির্বাচন চলাকালীন এ কথা বারবার শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে। সেই সঙ্গে শেয়ার বাজারও বেশ ঊর্ধ্বমুখী হবে বলেই দাবি করেছিলেন অমিত শাহ। আর ঠিক সেই কারণেই নির্বাচনের ফলাফল প্রকাশের আগে অর্থাৎ ৪ জুনের আগে বেশ কিছু শেয়ার কেনারও পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু বাস্তব চিত্রটা ছিল অন্যরকম। আর সেই কারণেই কংগ্রেস সংসদ রাহুল গান্ধীর অভিযোগ শেয়ার বাজারে নাকি বড়সড়ো কেলেঙ্কারি হয়েছে। যৌথ সংসদীয় কমিটি গড়ে এই ঘটনার তদন্ত করা উচিত বলেও দাবি করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

শিয়ালদহ ডিভিশনে চরম যাত্রী দুর্ভোগ! বাতিল ৮৮টি ট্রেন! বিকল্প কী ব্যবস্থা?

এবার তারই পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। ‘এখনও ভোটে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি রাহুল। সেই জন্যই বিনিয়োগকারীদের ভয় দেখাচ্ছেন। শেয়ার বাজারে এরকম ওঠানামা হতেই পারে। তার নেপথ্যে অনেক কারণ থাকে। গত ১০ বছরে মোদি সরকারের আমলে ভারতীয় সংস্থার স্টকের মূল্য ৫ লক্ষ কোটি ডলার পেরিয়ে গিয়েছে। কিন্তু রাহুল গান্ধী ভয় দেখাচ্ছেন যেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা সরে দাঁড়ান।’ রাহুল গান্ধী কে এই ভাষাতেই জবাব দিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর