Train Service

ব্যুরো নিউজ, ৭ জুন:  বাতিল বহু ট্রেন, ভোগান্তি নিত্যযাত্রীদের

‘দুই নৌকায় পা…!’, ভোটে হেরে দলের কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক দেবাংশু

ভোগান্তির শেষ নেই রাজ্য বাসীর। ট্রেন ক্যান্সেল, ট্রেন লেট এসব এখন নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই স্কুল -কলেজ বা অফিসে এই ট্রেন দুর্ভোগের জন্য দেরি করে আসার কারন দেখাতে দেখাতে রীতিমত ক্লান্ত! তাই এখন রেলের ভোগান্তির জন্য যে দেরি সেই কারন জানাতেও এক প্রকার ‘লজ্জা’ লাগে। কিন্তু অগত্যা মানুষগুলো যায় কোথায়? স্কুল কলেজ হোক বা অফিস প্রায় বহু মানুষেরই তাঁদের এই গন্তব্যে পৌঁছতে একমাত্র ভরসা রেল। আর সেখানেই দিনের পর দিন ভোগান্তির ঠেলায় অন্ধকার!

অফিস টাইমে সব ট্রেন অন টাইমে চললেও শিয়ালদহ স্টেশনে পা ফেলা এক প্রকার দুষ্কর। এদিকে আবার বন্ধ কয়েকটি স্টেশন। আর তার জেরেই শনি একেবারে সারে সাতি! যেখানে এক- দু’টি ট্রেন বাতিল থাকলেই যাত্রীদের ‘মরি মরি’ অবস্থা হয় সেখানে বাতিল করা হয়েছে ৮৮টি ট্রেন। এমনকি ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষেপিত করা হয়েছে। আর এই দুর্ভোগ পোয়াতে হবে আগামী রবিবার পর্যন্ত।

BJP Helpline

জানা গিয়েছে শিয়ালদহ স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে। তাই সেই প্ল্যাটফর্মগুলি বন্ধ। আর তার জন্যই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। তবে যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে বিশেষ পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ডাব্লিউবিটিসি-র তরফে মিলবে বিশেষ শাটল পরিষেবা।

জানানো হয়েছে ব্যারাকপুর স্টেশন থেকে ডানলপ পর্যন্ত তিনটি বাস চালানো হবে। এই বাসগুলি ব্যারাকপুর স্টেশন থেকে ছেড়ে বিটি রোড হয়ে ডানলপে পৌঁছাবে। আর অন্যদিকে দমদম সেন্ট্রাল জেল থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত চালানো হবে চারটি বাস। দুই জায়গা থেকেই সকাল ৬টা থেকে পরিষেবা শুরু হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর