নয় বছরের একটি ছোট্ট শিশু কন্যার ওপর যৌন অত্যাচার

ব্যুরো নিউজ,২০ নভেম্বর:গোটা দেশের মতো এ রাজ্যেও শিশুদের ওপর যৌন অত্যাচারের ঘটনা দিনদিন বাড়ছে।সামনে আসছে শিশুদের যৌন নির্যাতনের নানা ঘটনা।এরকমই একটি শিহরণ জাগানো ঘটনা ঘটলো খোদ কলকাতার বুকে।নয় বছরের একটি বাচ্চা মেয়ে।তার বাবা-মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে দিশেহারা অবস্থায় কান্নাকাটি করছেন আর বলছেন ‘আমার মেয়েটিকে বাঁচান।’ ন বছরের শিশুটি তখন অচৈতন্য। যৌনাঙ্গে ঢুকে রয়েছে মার্বেলের বল। টানা রক্তপাত হয়ে চলেছে যৌনাঙ্গ থেকে। মেয়েটিকে বাঁচানো যাবে কিনা বাবা-মা তাই ভেবে দিশেহারা।চিকিৎসককে তার বাবা-মা বলছেন ‘আমার মেয়েকে বাঁচান, আমরা এ বিষয়ে পুলিশকে কিছু বলতে পারব না, পুলিশকে বললে বাবু আমাদের মেরে ফেলবেন।’ ঘটনাটি খোদ কলকাতা শহরের একটি ধনী ব্যবসায়ীর বাড়ির ঘটনা।

‘রোশনাই’ ধারাবাহিকে বড় পরিবর্তন! অনুষ্কা গোস্বামী ছাড়ছেন সিরিয়াল, নায়ক শন-এর বিপরীতে কে আসছেন?

স্ত্রীরোগ চিকিৎসকটি কি জানান?


স্ত্রীরোগ চিকিৎসকটি জানান যে ওই ধনী ব্যবসায়ী নিজে থেকেই ফোন করে তাকে বলেন মেয়েটিকে বাঁচাতে কিন্তু পুলিশকে জানানো যাবে না এবং জানালেও খুব একটা লাভ হবে না। যে মর্মান্তিক ঘটনাটি ওই ছোট্ট শিশুটির সাথে ঘটেছে সেটি ঘটিয়েছে ওই ব্যবসায়ীর ভাই। ওই ব্যবসায়ীর ভাই প্রায়শই খেলনা দেওয়ার নাম করে বাচ্চা মেয়েটিকে তার নিজের কাছে ডাকত। তারপর তার সাথে নোংরা কার্যকলাপ করতো। কখনো ভাইব্রেটার কখনো বা স্টিমুলেটর ঢোকানো হতো ওই শিশুটির যৌনাঙ্গে। হঠাৎ একদিন ওই স্টিমুলেটারের মাথায় থাকা দুটি মার্বেল এই বাচ্চা মেয়েটির যৌনাঙ্গে ঢুকে যায় তার ফলে মেয়েটি অচৈতন্য হয়ে পড়ে এবং তার সাথে হতে থাকে রক্তপাত। তারপরেই তার বাবা-মা হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে আসেন। চিকিৎসক জানিয়েছেন শিশুটি বেঁচে গেলেও পরবর্তীতে স্বাভাবিকভাবে কোনদিনই সে মা হতে পারবে না।

কলকাতার রাস্তায় বেপরোয়া গতির বিপত্তি, তৃণমূল কাউন্সিলরের ছেলের গ্রেপ্তার

চিকিৎসক আরো জানান যে ওই ব্যবসায়ীর ভাই দীর্ঘদিন ধরে শিশু পর্নোগ্রাফিতে আসক্ত। আর তার ফলে সে ওই শিশু কন্যাটিকে নিয়ে বিভিন্ন ভাবে যৌন হেনস্থা করত।ওই ব্যবসায়ীর ভাইয়ের পিডোফিলিয়ার লক্ষণও ধরা পড়েছে। কিন্তু তার কোন চিকিৎসা করানো হয়নি।অতীতে শিশুদের সাথে ধর্ষণের মতন অপরাধ করলেও কোন পুলিশে মামলাও হয়নি।

চিকিৎসক জানাচ্ছেন পিডোফিলিয়া আসলে কি?

‘পুষ্পা ২’ ট্রেলার ঝড় মুক্তির অপেক্ষায় উত্তেজনার শিখরে আল্লু অর্জুন ভক্তরা!

চিকিৎসকদের মতে এটি এক ধরনের মানসিক বিকার। এই রোগে  শিশুদের ওপর যৌন আকর্ষণ কাজ করে। কোন মানুষ যদি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত থাকে বা পর্নোগ্রাফি দেখে বিশেষ করে শিশু পর্নোগ্রাফি দেখে  তাহলে পরবর্তীতে সে পিডোফাইল হতে পারে।এখন প্রশ্ন উঠছে যে

এ ক্ষেত্রে বিপদ কোথায়?

সমীক্ষায় দেখা গেছে শিশুদের উপর  যৌন অত্যাচার থেকে শুরু করে শিশু ধর্ষণে জড়িত বেশিরভাগ মানুষই (৫০ শতাংশই) পিডোফাইল।

কোন মানুষ পিডোফাইল বুঝবেন কি করে?

পিডোফাইল মানুষ শিশুকে অন্যরকম ভাবে স্পর্শ করে, শিশুর সারা গায়ে ঘন ঘন চুম্বন করে, শিশুকে সবসময় আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং বয়স কম বয়সেই যৌনাঙ্গ সম্পর্কে পরিচয় করানোর চেষ্টা করে।

বেলডাঙায় হিন্দু বিরোধী হিংসা, তদন্তের দাবি শুভেন্দুর

অভিযোগ বহু ক্ষেত্রে বিষয়টি ধামাচাপা পড়ে যাচ্ছে। কলকাতার বিত্তশালী পরিবারের এমন ঘটনা সামনে আসা নিয়ে নাড়াচড়া শুরু করেছে পুলিশ প্রশাসন মহল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থানায় লিখিত অভিযোগ না হওয়ায় কিভাবে পদক্ষেপ করা হবে তা নিয়ে ভাবনা চিন্তা চলছে বলে লালবাজার সূত্রের দাবি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর