৩০ দিন ভেন্টিলেশনে

ব্যুরো নিউজ ২০ নভেম্বর : কলকাতার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসকদের প্রচেষ্টায় নতুন জীবন পেল এক ৫ বছরের শিশু। বিরল রোগে আক্রান্ত হয়ে প্রায় ১ মাস ভেন্টিলেশনে থাকার পর এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে সে। চিকিৎসকদের এই সাফল্য এককথায় অসাধারণ।

বাংলাদেশে মুক্তি পেতে চলেছে ‘বহুরূপী’ জানালেন পরিচালক শিবপ্রসাদ!

ভেন্টিলেশন ছাড়াই  সুস্থ আছে শিশুটি

ঘটনার সূত্রপাত এক মাস আগে। গড়িয়ার বাসিন্দা ছোট্ট মেয়েটি স্কুল থেকে ফেরার পর আচমকাই অসুস্থ হয়ে পড়ে। সর্দি-কাশি থেকে শুরু করে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিন দিনের মাথায় প্রবল অসুস্থতায় সে জ্ঞান হারায়। তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই জানা যায় মেয়েটি বিরল রোগ অ্যাকিউট নেক্রোটাইজিং এনসেফালাইটিসে (Acute Necrotizing Encephalitis) আক্রান্ত।এই রোগে ভাইরাল ইনফেকশনের পর মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শিশুটির অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রাখেন এবং পরে ট্রাকিওটমির সাহায্যও নিতে হয়।পিয়ারলেস হাসপাতালের চিকিৎসক ডা. সহেলি দাশগুপ্ত জানিয়েছেন, “এই রোগে মস্তিষ্ক ও ফুসফুসের ওপর বড় আঘাত আসে। এমনকি অনেক সময় অঙ্গপ্রত্যঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে আমাদের টিমের একাগ্র প্রচেষ্টায় শিশুটির অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে।”

অভিষেক-নিমরত সম্পর্কের গুঞ্জন! মুখ খুললেন অভিনেত্রী

ভেন্টিলেশন ছাড়াই এখন অনেকটাই সুস্থ সে। যদিও হাত-পা আংশিক অবশ রয়েছে, তবে চিকিৎসকদের মতে, নিয়মিত থেরাপি ও পরামর্শে সেটিও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।চিকিৎসকদের পরামর্শ, এই রোগ বিরল এবং সাধারণ সর্দি-কাশি বা জ্বর থেকে তা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে কোনো অসুস্থতা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর