হাসপাতাল থেকে বেড়িয়ে ফের জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

ব্যুরো নিউজ, ১৯ ফেব্রুয়ারি:রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে মুক্তি পেয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফিরে গেছেন। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত তাকে নতুন কোনো শারীরিক পরীক্ষা করানো হয়নি, তবে আগের মতো নিয়মিত শারীরিক পরীক্ষা চালানো হবে।

চুমু বিতর্ক নিয়ে সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ কী বললেন? জানুন

বেসরকারি হাসপাতালে ভর্তি

গত ২০ জানুয়ারি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর, তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তা প্রকাশ করেন তিনি এবং আদালতে পিটিশন দাখিল করে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি চেয়েছিলেন। আদালত, এসএসকেএম হাসপাতালের রিপোর্ট খতিয়ে দেখে পার্থকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের অনুমতি দেয়, তবে শর্ত ছিল যে, চিকিৎসার খরচ নিজেকে বহন করতে হবে। এরপর, ২৮ জানুয়ারি পার্থকে এসএসকেএম হাসপাতাল থেকে বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি, ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা আদালতে জানিয়ে দেন যে, পার্থ বর্তমানে সুস্থ আছেন। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, এক-দু’দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যেতে পারে। এর পরেই, গত মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি এবং ফিরেছেন জেলে।২০১২ সালের ২২ জুলাই থেকে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন। সিবিআই এবং ইডির হাতে ধরা পড়ার পর, তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি শিবাজী মহারাজের ৩৯৫ তম জন্ম জয়ন্তী পালন

২০২১ সাল থেকে জেলে থাকার সময় পার্থ বারবার অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে, একাধিক অসুস্থতার পরেও তাঁকে জেলেই রাখা হয়েছে। বর্তমানে, তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে ফের ফিরে গেছেন।এবার, ফের হাসপাতাল থেকে জেলে ফিরে এসে, পার্থের চিকিৎসার জন্য নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। আদালতের নির্দেশে তিনি এখন চলমান তদন্তের মধ্যে। এখন জেলে ফিরেছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, তার উপর নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর