ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য আর্জি জানালেন তার পক্ষের আইনজীবীরা।কেন জামিন দেওয়া উচিত সে ব্যাপারে একাধিক যুক্তি পেশ করেন তারা। বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে শুনানিতে পার্থের আইনজীবী মিলন মুখোপাধ্যায় একাধিক যুক্তি দেন।অপরদিকে সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য পার্থ এবং শিক্ষা দপ্তরের পাঁচ আধিকারিক প্রভাবশালী।মিলন বাবু প্রশ্ন তোলেন এই দাবির পক্ষে সিবিআই কী প্রমাণ দিতে পেরেছে?
শহরে বেআইনি কল সেন্টারের কারবার, মুলেন স্ট্রিটে ১৯ জন গ্রেফতার
কী সিদ্ধান্ত আদালত নেবে?
পার্থর আইনজীবীর বক্তব্য সিবিআই এখনও প্রভাবশালী তত্ত্ব প্রমাণ দিতে পারেনি। তিনি বলেন অন্য অভিযুক্তদের মতোই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে তিনি বলেন অরবিন্দ কেজরিওয়ালের মতো ব্যক্তিরাও ক্ষমতাশালী। তবু তারা জামিন পেয়েছেন। পার্থ তো এখন তৃণমূল কংগ্রেসের সদস্যও নন। সিবিআইয়ের আইনজীবী পাল্টা যুক্তি দেন।পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকাকে “কিং মেকার” বলে আখ্যা দিয়ে তারা জানান পার্থ কে জামিন দেওয়া হলে তিনি তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশে হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের নাম পাল্টে শৈলেন মান্না সরণি
প্রসঙ্গত, ওই মামলায় অর্পিতা মুখোপাধ্যায়, মাণিক ভট্টাচার্য ইতিমধ্যেই জামিনে পেয়েছেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বারবার প্রভাবশালী তত্ত্ব সামনে আনা হয়েছে।এর আগে সুপ্রিম কোর্টে জামিন চেয়ে পার্থ বলেন, বাংলা ছাড়তেও আমি রাজি। তবে সেবার আদালত স্পষ্ট জানিয়ে দেয় একজন মন্ত্রীর দফতরের দায়িত্ব এবং দুর্নীতির প্রমাণ তার উপর বর্তায়।আগামী শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিষয়ে কী সিদ্ধান্ত আদালত জানায় তা এখন দেখার বিষয়।