ব্যুরো নিউজ,৩ আগস্ট:প্যারিস অলিম্পিক ২০২৪।মনু ভাকেরের নাম প্যারিস অলিম্পিকসে জ্বলজ্বল করছে। দশ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে একক লড়াইয়ে পদক জিতেছেন তিনি। তারপর আবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিমে মনু ভাকেরের আবার পদক জয়। তার সাথে সাথে সরবজ্যোৎ সিংহও পদক পান। সুতরাং মনু ভাকেরের ঝুলিতে ইতিমধ্যেই দুটি পদক রয়েছে। দুটি ইভেন্টেই তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন। এবার তিনি পদক জেতার হ্যাট্রিকের দৌড়ে। ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠলেন মনু ।আজ অর্থাৎ শনিবার এই ইভেন্টের ফাইনাল। মনু ভাকের স্বাধীন ভারতের প্রথম ভারতীয় যিনি একই অলিম্পিকে দুটি পদক জয় করেছেন।
প্যারিস অলিম্পিক্স এ আরো একটি পদক স্বপ্নীল এর হাত ধরে
মনু ভাকারের স্বপ্ন জয়ের আশা
ভারতের শুটিংয়ের ইতিহাসে একমাত্র অভিনব বিন্দ্রা যিনি অলিম্পিকসে তিনটি ফাইনালে পৌঁছেছিলেন। তিনি ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম সোনা জয়ী। কিন্তু তিনি পদক জয়ের ক্ষেত্রে হ্যাটট্রিক করেননি। কিন্তু আজ যদি মনু ভাকের ২৫ মিটার এয়ার পিস্তলের ইভেন্ট এ যদি পদক যেতেন তাহলে তিনিই প্রথম পদক জয়ে হ্যাটট্রিক করবেন এবং একটি অসাধারণ কৃতিত্বের অধিকারী হবেন। এখন সারা ভারতবাসীর চোখ মনু ভাকেরের দিকে। প্রচুর আশা আকাঙ্ক্ষা নিয়ে তার দিকে তাকিয়ে আছে আপামর ভারতবাসী। তিনি যাতে পদক জয়ে হ্যাটট্রিক করতে পারেন এবং ভারতকে আরও একটি মেডেল উপহার দিতে পারেন সেই আশীর্বাদই সবাই করছে।