ব্যুরো নিউজ, ৮ মে: আমস্টারডামে ফিলিস্তিনপন্থীদের বিক্ষভে তুলকালাম! বিক্ষোভ তুলতে পুলিশের অস্ত্র বুলডোজার।
সামনে মাসেই চলবে বন্দেভারত স্লিপার ট্রেন! কোন রুটে? জানুন দিনক্ষণ…
ভারতরত্নে সম্মানিত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও
ইউরোপে দাপিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনপন্থীরা। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থীদের বিক্ষোভ চলছে। তার মধ্যেই 'আল্লাহু আকবর' শ্লোগান দিয়ে হাতে করাত নিয়ে কার্যত তান্ডব চালাতে দেখা গেল এক যুবককে। গত সোমবার এই ঘটনা ঘটে স্কটল্যান্ডের পেসলির রাস্তায়। এমনকি আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ফিলিস্তিনিপন্থীদেরও দাপিয়ে বেরাতে দেখা যায়। তাদের হাতেও অস্ত্র দেখা গিয়েছে। ঘটনার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে দেখা যেতেই কার্যত শিউড়ে উঠেছেন সকলে।এদিকে এই হিংসার ঘটনায় কড়া পদক্ষেপ নেয় পুলিশ। ফিলিস্তিনপন্থীদের বিক্ষভ তুলতে বুলডোজার আনা হয়। এই ঘটনায় কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে আমস্টারডাম।