ব্যুরো নিউজ,২২ নভেম্বর:পাকিস্তানে একের পর এক জঙ্গি হামলার ঘটনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া অঞ্চলে একটি যাত্রীবাহী গাড়িতে এলোপাথাড়ি গুলি চালিয়ে হামলা করেছে জঙ্গিরা।স্থানীয় সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় ৩২ জন নিহত হয়েছেন, যার মধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলা রয়েছেন। আহতের সংখ্যা আরও বেশি, এবং মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।
বাংলাদেশি ছবি ও প্রতিনিধিরা ব্রাত্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
চরম আতঙ্কে
হামলার ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়ার ওচুট কালি এলাকায়।সেখানে একটি গাড়ি পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল।গাড়িটি যখন রাস্তার একটি মোড়ে পৌঁছায়, তখন জঙ্গিরা তাদের আক্রমণ শুরু করে। হামলার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি এর তীব্র নিন্দা করেছেন এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তার মাত্র ৪৮ ঘণ্টা আগে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে একটি সেনাছাউনি লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। ওই হামলায় ১২ জন পাক সেনা নিহত হন।পরবর্তীতে, পাক সেনা পাল্টা হামলা চালিয়ে ছ’জন জঙ্গিকে হত্যা করেছে। তবে, সেনাবাহিনী হামলার দায় কারা নিয়েছে তা সম্পর্কে কোন মন্তব্য করেনি। “গুল বাহাদুর গ্রুপ” নামে একটি জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছিল।
জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিপুল অর্থ সংগ্রহের রহস্যঃ আরজি কর প্রাক্তনীদের বিরুদ্ধে অভিযোগ
এখন এই হামলার সঙ্গে ওই একই গোষ্ঠী যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং এর ফলে দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। এই নতুন হামলার ঘটনায় সাধারণ মানুষ এবং সেনাবাহিনী উভয়ই চরম আতঙ্কে রয়েছেন।