ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:OYO সম্প্রতি একটি নতুন নিয়ম ঘোষণা করেছে, যার মাধ্যমে মীরাট শহরে অবিবাহিত দম্পতিদের হোটেল বুকিংয়ের অনুমতি দেওয়া হবে না। এই নিয়ম অনুসারে, বিবাহিত দম্পতিদের অবশ্যই তাদের সম্পর্কের বৈধ প্রমাণ দিতে হবে, তবেই তারা হোটেল রুম বুক করতে পারবেন।OYO জানিয়েছে, তার অংশীদার হোটেলগুলোকে এই নতুন নিয়মের আওতায় বুকিং বাতিল করার অধিকার দেওয়া হয়েছে। তবে এই নিয়ম শুধুমাত্র মীরাট শহরে প্রযোজ্য এবং ভারতের অন্য শহরগুলোতে এটি কার্যকর হবে না।
শীতের ঠান্ডায় স্নান না করলে আয়ু বাড়ে? ভাইরাল ভিডিওর দাবিতে হইচই
বুকিং বাতিল
কোম্পানির একটি বিবৃতিতে জানানো হয়েছে, অংশীদার হোটেলগুলো স্থানীয় সামাজিক মূল্যবোধ এবং বিচার-বিশ্লেষণের ভিত্তিতে দম্পতির বুকিং বাতিল করতে পারবে।OYO মীরাট শহরের হোটেলগুলোকে নির্দেশ দিয়েছে যাতে তারা এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর করে।OYO আরও জানায় যে, মীরাটে এই নিয়মের পরিবর্তন বা সংশোধনের সিদ্ধান্ত সেখানকার স্থানীয় প্রতিক্রিয়ার ভিত্তিতে নেওয়া হয়েছে। PTI রিপোর্টের অনুযায়ী, মীরাটের নাগরিকরা OYO কে আগে অনুরোধ করেছিলেন যাতে অবিবাহিত দম্পতিদের হোটেল বুকিংয়ের অনুমতি না দেওয়া হয়।
“চীনা ভাইরাস” নামে পরিচিত HMPV ভাইরাস কি করোনার মতো ভয়াবহ আকার নেবে? কি বলছেন বিশেষজ্ঞ ?
ওয়াইও নর্থ ইন্ডিয়ার রিজন হেড, পবাশ শর্মা বলেন, কোম্পানি নিয়মিতভাবে এই নীতির প্রভাব পর্যালোচনা করবে। তিনি আরও যোগ করেন, “আমাদের দায়িত্ব হল, আমরা যেখানে কাজ করি, সেখানে আইন প্রয়োগকারী সংস্থা এবং সিভিল সোসাইটি গ্রুপগুলির সঙ্গে সহযোগিতা করি।” সূত্রে খবর, OYO ভবিষ্যতে অন্য শহরেও এই নতুন নিয়ম প্রয়োগ করতে পারে।