owl-statue- vastu-benefits

ব্যুরো নিউজ, ১৫ অক্টোবর :কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৪ আসন্ন, আর এই সময় অনেকেই নিজেদের বাড়ি সাজানোর কাজ শুরু করছেন। অনেক বাড়িতে লক্ষ্মীপুজোর সময় পেঁচার মূর্তি রাখা হয়। তবে এই পেঁচার মূর্তি কি সত্যিই শুভ? বাস্তুশাস্ত্র অনুযায়ী, পেঁচার মূর্তি রাখা শুভ মনে করা হয়, কারণ এটি সম্পদের অভাব দূর করে।

লক্ষ্মী দেবীর আশীর্বাদ-ঐশ্বর্য  পেতে এই নিয়মগুলি মেনে চলুন

কোন দিকে রাখবেন পেঁচার মূর্তি?

পেঁচার মূর্তি রাখার কিছু বিশেষ নিয়ম রয়েছে। অফিসের ডেস্কে মূর্তি রাখলে তা উত্তর পশ্চিম কোণে রাখা উচিত। এই দিক থেকে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়, যা পরিবারের সকলের স্বাস্থ্যকে উন্নত করে। বাড়ির মূল প্রবেশদ্বারের দিকে পেঁচার মূর্তি রাখা হলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না।

মা লক্ষ্মীর আশীর্বাদে টাকার পাহাড়ে ভরে যেতে চলেছে  কোন কোন রাশি উপর ?

এছাড়া, পেঁচার ছবি রাখার চেয়ে মূর্তি রাখা বেশি শুভ। পিতলের তৈরি পেঁচার মূর্তি বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। দেবী লক্ষ্মীর ছবির সামনে এই মূর্তি রাখলে, শুক্রবার এই কাজ করা উচিত। ওইদিন বেদীকে শুদ্ধ করে দেবীর আরাধনা করতে হবে।

দীপাবলির দিন নতুন পেঁচার মূর্তি কিনে রাখা যেতে পারে এবং উৎসবের সময় ঘরে সাজিয়ে রাখা হলে তা আরও শুভ। জোড়া পেঁচার মূর্তি ঘরে রাখলে কুনজর লাগার আশঙ্কা কমে এবং এতে সুখ ও সমৃদ্ধি আসার বিশ্বাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর