অনিরুদ্ধ থাপা

ব্যুরো নিউজ ২০ নভেম্বর : চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন মোহনবাগান তারকা অনিরুদ্ধ থাপা। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে দেখা যায়নি তাকে। সাইড লাইনে ফিজিওর তত্ত্বাবধানে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেন তিনি ও গ্রেগ স্টুয়ার্ট। কোচ মোলিনা জানান অনিরুদ্ধকে চেষ্টা করা হচ্ছে শনিবার জামশেদপুর ম্যাচে খেলানোর। গ্রেগ স্টুয়ার্টের বিষয়ে এখনও কোনো ঝুঁকি নিতে চান না তিনি।

শীতকাল পড়তে না পড়তেই গলা ব্যাথা কাশি সর্দি শুরু হয়ে গেছে? এই পানীয়তে চুমুক দিলেই আপনি হয়ে উঠবেন চাঙ্গা

অনুশীলনে নতুন উদ্দীপনা নিয়ে যোগ দিয়েছেন জেসন কামিংস

এদিকে জাতীয় শিবিরে হ্যামস্ট্রিং চোট পাওয়া আশিস রাইও মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছেন। তবে তিনি আপাতত রিহ্যাবে রয়েছেন। এদিন তিনি সাইড লাইনে বসে জেমি ম্যাকলারেনদের অনুশীলন পর্যবেক্ষণ করেন। জামশেদপুর ম্যাচে তার বিকল্প হিসেবে কে রাইট ব্যাক হিসেবে খেলবেন, সেটি এখন দেখার বিষয়। অনুশীলনে নতুন উদ্দীপনা নিয়ে যোগ দিয়েছেন জেসন কামিংস। এছাড়াও দিমিত্রি পেত্রাতোস বেশ কয়েকটি দৃষ্টিনন্দন গোল করেন। যা থেকে স্পষ্ট যে তিনি ধীরে ধীরে পুরনো ফর্ম ফিরে পাচ্ছেন।

কলকাতার রাস্তায় বেপরোয়া গতির বিপত্তি, তৃণমূল কাউন্সিলরের ছেলের গ্রেপ্তার

কোচ মোলিনা অনুশীলনে নতুন কিছু যোগ করতে শুরুতেই ভোটেক্স ফুটবল খেলার আয়োজন করেন। বর্তমানে মোহনবাগান লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আর শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি। জামশেদপুর এফসিকে হারালে তাদের পয়েন্ট বেঙ্গালুরুর সমান হয়ে যাবে ফলে লিগ টেবিলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।  কোচ মোলিনার সার্বিয়ান সহকারি ইগর তাসভেস্কি মা মারা যাওয়ার কারণে দেশে ফিরে যাচ্ছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর