ব্যুরো নিউজ, ৬ ডিসেম্বর : সাতসকালে সিঁথির মোড়ে একটি তেলের ট্যাঙ্কারে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত। ট্যাঙ্কারটি বিটি রোডের সিঁথির মোড় এলাকায় রাখা ছিল। শুক্রবার সকালবেলা দুই শ্রমিক সেটি কাটছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটে, যার তীব্রতা এতই ছিল যে, আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ প্রায় এক কিলোমিটার পর্যন্ত শোনা যায়।
পার্থ চট্টোপাধ্যায়ের আদালতে আবেদনঃ “আমাকে জামিন দিন, আমি নির্দোষ”
ঘটনার পর স্থানীয়রা তৎক্ষণাৎ থানায় খবর দেন
প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের পর একজন শ্রমিক গুরুতরভাবে আহত হয়ে গাছের উপর ছিটকে গিয়ে পড়েন এবং তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। অন্যজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন। ঘটনার পর স্থানীয়রা তৎক্ষণাৎ থানায় খবর দেন। পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছায়। আহত শ্রমিককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন এবং অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।
শিশুদের সুস্থ বিকাশে এই খবারগুলি একমাত্র সহায়ক
এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন এই বিপজ্জনক কাজটি কোনও রকম সুরক্ষা ছাড়াই করা হচ্ছিল তা নিয়েও তাদের উদ্বেগ রয়েছে। এক বাসিন্দার মতে বহু বছর আগে এই এলাকায় এমন একাধিক দুর্ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি।