দোলের ছুটিতে ভিড় এড়িয়ে ঘুরে আসুন দার্জিলিংয়ের ৫টি নিরিবিলি গ্রাম

ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:দোল আসতে আর দেরি নেই! কিন্তু শহরের তপ্ত রোদ ও দূষণ এড়িয়ে নিরিবিলি পাহাড়ি গ্রামে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন? দার্জিলিং সারা বছরই পর্যটকে গমগম করে, তবে তার আশেপাশে কিছু অফবিট গ্রাম রয়েছে, যেখানে ভিড় কম, অথচ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কম খরচে ৩-৪ দিনের জন্য ঘুরে আসতে পারেন এই ৫টি জায়গা থেকে।

ভারতের ৩টি ঐতিহাসিক স্থানে ঘুরে আসুন আপনার ভালোবাসার মানুষের সাথে । রইল তথ্য 

কোথায়?

১. বুংকুলুং

বালাসুন নদী ও মুরমা খোলার সংযোগস্থলে ছোট্ট পাহাড়ি গ্রাম। ভিড় কম, তাই নিরিবিলি সময় কাটানোর আদর্শ জায়গা। মিরিক লেকও ঘুরে আসতে পারেন।

কীভাবে যাবেন?
মিরিক থেকে ১৫-২০ কিমি দূরে। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি বুক করলে দেড় ঘণ্টায় পৌঁছে যাবেন।

২. চংটং

চা বাগানের মধ্যে পোস্টকার্ডের মতো সুন্দর গ্রাম। পাহাড়ি ঝরনা, সবুজ বন ও পাহাড়ি রাস্তা মন ভরিয়ে দেবে।

কীভাবে যাবেন?
ঘুম থেকে ২২ কিমি দূরে। নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে ৩-৩.৫ ঘণ্টায় পৌঁছানো যাবে।

৩. বার্মিক

তিস্তা নদী ও কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা যাবে এই গ্রাম থেকে। কাছেই আছে রামধুরা ও ইচ্ছেগাঁও।

কীভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি থেকে ৬১ কিমি দূরে। তিস্তা বাজার থেকে গাড়ি নিলে ৩-৩.৫ ঘণ্টায় পৌঁছে যাবেন।

৪. দাওয়াইপানি

দার্জিলিং থেকে মাত্র ১৫ কিমি দূরে মেঘে ঢাকা শান্ত পাহাড়ি গ্রাম। ট্রেকিং ও পাখি দেখার জন্য উপযুক্ত জায়গা।

কীভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে ৩ ঘণ্টায় পৌঁছানো যাবে।

শীতকালে চলুন বেড়িয়ে আসি কেরলের ব্যাকওয়াটারে

৫. মুলখারকা

এখনও পর্যটকদের ভিড় তেমন পড়েনি। এই গ্রামের ঝিলের জলে কাঞ্চনজঙ্ঘার প্রতিচ্ছবি দেখার অভিজ্ঞতা অনন্য

কীভাবে যাবেন?
শিলিগুড়ি থেকে ৫ ঘণ্টা লাগবে। নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি গাড়ি নিলে সুবিধা হবে।

পরিকল্পনা করুন, নিরিবিলি ছুটি কাটান!

এই পাঁচটি পাহাড়ি গ্রামে দোলের ছুটিতে ঘুরতে গেলে কম খরচে, শান্ত পরিবেশে প্রকৃতির আসল রূপ উপভোগ করতে পারবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর