ব্যুরো নিউজ, ১৫ জুন: ছত্তিশগড়ের মাহতারী বন্দনা যোজনার মতো ওড়িশায় ‘ওড়িশা সুভদ্রা যোজনা’ নামে একটি নতুন যোজনার ঘোষণা করেছে বিজেপি। মহিলাদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে এই যোজনা।
নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়
এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলারা সর্বাধিক ৫০ হাজার টাকার সুবিধা পাবেন। আর্থিক সহায়তার মাধ্যমে নারীর ক্ষমতায়নের উদ্দেশ্যে এই কর্মসূচি। মহিলারা দুই বছরের মধ্যে ৫০ হাজার টাকার ভাউচারটি নগদ করে তারা তাদের পারিবারিক খাতে ব্যয় করতে পারাবেন। বিজেপির “সুভদ্রা যোজনা” মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে একটি অত্যন্ত কার্যকরী কর্মসূচি।
ওড়িশা সুভদ্রা যোজনা’র সুবিধা
বিবাহিত মহিলারা এই প্রকল্পের অধীনে নগদ টাকা পাবেন।
মহিলাদের ৫০ হাজার টাকার কুপন দেওয়া হবে, যা তারা দুই বছরের মধ্যে ব্যবহার করতে পারবেন।
নারীদের আর্থিক অবস্থান বাড়ানো এবং সুবিধা প্রদান করা এই কর্মসূচির লক্ষ্য।
যোজনার আবেদনের প্রয়োজনীয় নথি
আধার কার্ড, ব্যাংক-ের বিবরণ, ঠিকানা প্রমাণপত্র, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি, আয় শংসাপত্র, রেশন কার্ড
যোজনার জন্য আবেদন করার নিয়ম
ওড়িশা সুভদ্রা যোজনার জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে ওড়িশার বাসিন্দা হতে হবে।
সুভদ্রা যোজনার সুবিধা শুধুমাত্র বিবাহিত মহিলারাই পাবেন। এছাড়াও, প্রতিটি পরিবারে শুধুমাত্র একজন সুবিধাভোগী থাকবে।
মহিলার বয়স 23 থেকে 59 এর মধ্যে হতে হবে।
মহিলা কোনো সরকারি চাকরি করলে সে এই প্রকল্পের সুবিধা পাবে না।
এই প্রকল্পের সুবিধা একটি পরিবারের একজন মহিলাকেই দেওয়া হবে।
ওড়িশা সুভদ্রা যোজনা 2024-এর আবেদন প্রক্রিয়া
অনলাইন বা অফলাইনেও ওড়িশা সুভদ্রা যোজনার আবেদন করতে পারেন। তবে ওড়িশা সুভদ্রা যোজনার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি এখনও প্রকাশ করা হয়নি। কারন এই প্রকল্পটি সদ্য ঘোষণা করা হয়েছে। সরকার তার অফিসিয়াল ওয়েবসাইট ঘোষণা করার পর সমস্ত যোগ্য আবেদনকারীরা ফর্মটি পূরণ করতে পারেন।