ব্যুরো নিউজ, ১৫ জুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। প্রচুর বেনামে সম্পত্তি বাজেয়াপ্ত করল। আর সেগুলি হল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের। পাটুলিতে মোট ১৮ কাঠার ৩টি জমির সন্ধান পেয়েছেন এটি আধিকারিকরা। অন্যদিকে হাওড়ার বাগনানে ২ বিঘা জমি এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও বীরভূমের বোলপুরে বেনামি জমি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয় ইডি ২ কোটি টাকাও বাজেয়াপ্ত করেছে বলে খবর। এই টাকা একটি সংস্থার নামে রাখা ছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের।
খাস কলকাতায় প্রকাশ্যে চলল গুলি, জখম ১
বাজেয়াপ্ত পার্থ চট্টোপাধ্যায়ের বেনামি সম্পত্তি
অন্যদিকে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল। ইডি তার উত্তর ২৪ পরগনার খড়দায় আড়াই কোটি টাকা মূল্যের জমিও বাজেয়াপ্ত করেছে। প্রসঙ্গত সিবিআই আগেই আলিপুরের বিশেষ আদালতে দাবি করেছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই চাকরি বিক্রির যাবতীয় কাজকর্ম হত। মিডলম্যানদেরও এই বাড়িতেই যাতায়াত ছিল। আর এবার সামনে আসছে একের পর এক বেনামি সম্পত্তি। এই মামলার পরতে পরতে চমক বললেও ভুল হবে না। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি মামলার একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য আসছে।