বাইক কিনতে সন্তান বিক্রি?

ব্যুরো নিউজ,৩০ ডিসেম্বর:দীর্ঘদিনের ইচ্ছে ছিল একটি বাইক কেনার। কিন্তু টাকার অভাবে সেই ইচ্ছেটা পূর্ণ হচ্ছিল না। অবশেষে এক দম্পতি সিদ্ধান্ত নেন, নিজেদের ৯ দিন বয়সী সন্তানকে বিক্রি করে বাইক কেনার টাকা জোগাড় করবেন। অভিযোগ উঠেছে, তারা ৬০ হাজার টাকায় সন্তানকে বিক্রি করেছেন, আর সেই টাকার কিছু অংশ দিয়ে বাইকও কিনেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন দম্পতি।

ইলহাম অলিয়েবের অভিযোগ রাশিয়ার গুলিতেই ভেঙে পড়েছিল আজ়ারবাইজানের বিমান

তদন্ত

তাদের দাবি, দারিদ্র্যের কারণে সন্তানকে মানুষ করার জন্য তাদের আর্থিক সামর্থ্য ছিল না, তাই তারা নিঃসন্তান এক দম্পতিকে সন্তানটি দিয়েছেন। এই সিদ্ধান্তের জন্য তারা কোনো অর্থ নেননি, বরং এটি ছিল সন্তান ‘দান’।এটি ঘটেছে ওড়িশার বালেশ্বর জেলার বাস্তা এলাকায়। সেখানে ওই দম্পতির বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় এক পরিচিত ব্যক্তি জানিয়েছেন, বাইক কেনার জন্য তাদের সন্তানকে বিক্রি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ এবং রাজ্য শিশু কল্যাণ কমিটি যৌথভাবে অভিযানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

সংবিধান বদলানোর দাবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’

অভিযুক্ত দম্পতি জানিয়েছেন, তারা অভাবের মধ্যে দিন কাটাচ্ছিলেন। রোজ খাবারের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছিল, এমন অবস্থায় সন্তানকে মানুষ করার মতো সামর্থ্য তাদের ছিল না। তাই তারা তাদের ৯ দিনের সন্তানকে নিঃসন্তান এক দম্পতিকে দান করেছেন। দম্পতির দাবি, তারা বিক্রি করেননি, এটি ছিল এক সদয় দান।পুলিশ জানিয়েছে, তারা পুরো বিষয়টি তদন্ত করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শিশু বিক্রির ঘটনার পেছনে কোনো অপরাধী চক্র জড়িত কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর