ব্যুরো নিউজ, ২ অক্টোবর :নতুন মাস শুরু হতে না হতেই উৎসবের হাওয়া বইছে চারিদিকে। হাতে গোনা আর কয়েকদিন পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তবে এই অক্টোবর মাসের শুরু থেকেই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বদলে গেছে। যা না জানলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে।
স্কুলের মিড ডে মিলের আতঙ্ক,অসুস্থ ৩৮ ছাত্র
জেনে নিন গুরুত্বপূর্ণ পরিবর্তন
অক্টোবর ১ থেকে আয়কর, আধার কার্ড এবং মিউচুয়াল ফান্ডে টিডিএস সংক্রান্ত একাধিক নতুন নিয়ম কার্যকর হয়েছে। এখন থেকে প্যান কার্ডের জন্য আধার এনরোলমেন্ট নম্বরের বদলে শুধু আধার নম্বর দিতে হবে। এই পরিবর্তনটি আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।
ভারতীয় রেলে নারীদের উজ্জ্বল ভূমিকা
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট ঘোষণায় আয়কর সম্পর্কিত বেশ কিছু পরিবর্তনের কথা জানানো হয়েছিল। এর মধ্যে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স (টিডিএস) সংক্রান্ত নতুন নিয়মগুলি উল্লেখযোগ্য। ১ অক্টোবর থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নির্দিষ্ট কিছু বন্ডের উপরে ১০ শতাংশ টিডিএস কার্যকর হবে।
জেনে নিন কোন ভিটামিনের অভাবে মানসিক অবসাদ হতে পারে?
এছাড়া, জীবনবিমা ও বাড়িভাড়া সংক্রান্ত টিডিএসের নিয়মেও পরিবর্তন এসেছে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে, যা নাবালকের নামে অ্যাকাউন্ট খোলার নিয়মও অন্তর্ভুক্ত করে।