ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:গত শনিবার, কলকাতায় এনসিবি (নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো) অভিযান চালিয়ে কুখ্যাত মাদক পাচারকারী গৌতম মণ্ডলকে গ্রেফতার করেছে। গৌতম মণ্ডলের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তো ছিলই, তদুপরি, সোনা পাচারের সঙ্গেও তার নাম জড়িত। তাকে ১৪ নভেম্বরের এক আন্তর্জাতিক মাদক পাচারের ঘটনায় গ্রেফতার করা হয়। সেই ঘটনায় প্রায় ১৫,০০০ ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।এই বোতল গুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল।
আলু মজুতের সময়সীমা ৩০ নভেম্বরঃ হিমঘর মালিকদের নতুন নির্দেশ
নিষিদ্ধ কাশির সিরাপ পাচার
এনসিবি জানিয়েছে, গৌতম মণ্ডল অত্যন্ত পাকা অপরাধী এবং সে ধাপে ধাপে অপরাধ সংগঠিত করে। এমনকি, সে বহু লোককে প্রশিক্ষণও দিয়েছে মাদক পাচারের চক্র চালানোর জন্য। গৌতম এই পাচার চক্রের মূল হোতা ছিল এবং সে অপরাধী জুটির মাধ্যমে বিভিন্ন সময় অপরাধ চালিয়ে গিয়েছিল। একাধিক জুটি তৈরি করে পাচারের কাজে ব্যবহার করত সে এবং তারপর সেই জুটির বদলে নতুন জুটি তৈরি করত।
তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ষড়যন্ত্রের মূল নায়ক আফরোজ় গ্রেফতার
এছাড়াও, গৌতম মণ্ডল পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে নিষিদ্ধ কাশির সিরাপ (সিবিসিএস) পাচার করত। এভাবে বহু বছর ধরে সে পুলিশের নজর এড়িয়ে অপরাধ চালিয়ে আসছিল। এনসিবি জানিয়েছে, গৌতমের বিরুদ্ধে সোনা পাচারেরও অভিযোগ রয়েছে এবং সে বহুবার ডিআরআই-য়ের অভিযুক্তদের তালিকায় উঠে এসেছে।এনসিবি গোয়েন্দাদের মতে, গৌতমের গ্রেফতারির পর এই এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে কিছুটা হলেও রাশ টানা সম্ভব হবে। তবে, এই চক্রে তার সহযোগী কারা ছিল, তা নিয়ে তদন্ত এখনও চলছে এবং এতে ডিআরআই ও এসটিএফও যুক্ত হয়েছে।