Bhupatinagar police submitted a report to the commission

ব্যুরো নিউজ, ৭ এপ্রিল: ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে NIA-এর নজরে আরো তিন তৃণমূল নেতা। ওই তিন তৃণমূল নেতাকে নোটিশ দিয়ে সোমবার নিউটউনে NIA দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এই তিনজন হলেন তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়েয়া এবং সুবীর মাইতি ও নাবো কুমার পাণ্ডা।

বজ্র বিদ্যুৎ-এর জেরে দুর্ঘটনা ধর্মতলায়! খাস কলকাতার একটি মলে পড়ল বাজ!

ভূপতিনগর কাণ্ডে রিপোর্ট তলব রাজ্যপালের

Advertisement of Hill 2 Ocean

ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে নোটিশ

উল্লেখ্য, ২০২২-এর ডিসেম্বরে ভূপতিনগরে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ওই বাড়ির মালিক রামকুমার, তাঁর ভাই দেবকুমার ও বিশ্বজিৎ গায়েন সহ বেশ কয়েকজনের। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ। তারপর আদালতের নির্দেশে মামলার তদন্তভার নেয় এনআইএ। সেই সময় এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বলাই ও মনোব্রত নামে দুই তৃণমূল নেতাকে নোটিস পাঠিয়েছিল এনআইএ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের বেশ কয়েকবার তলব করা হলেও একবারও তারা হাজিরা দেননি। শনিবার এনআইএ আধিকারিকরা বিস্ফোরণের ঘটনার তদন্তে ভূপতিনগরে যান।

ভূপতিনগরে NIA-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

ভূপতিনগরের ঘটনার মাঝেই ফের বিস্ফোরণ বঙ্গে
তখন তাঁদের ওপর হামলার অভিযোগ ওঠে। হামলার ঘটনায় বলাই ও মনোব্রতকে গ্রেফতার করা হয়। এবার আরো তিন তৃণমূল নেতাকে নোটিশ পাঠালো এনআইএ। এখন দেখার সোমবার এই তিন নেতা হাজিরা দেন কিনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর