PhonePe Partners Promote UPI in Nepal

লাবনী চৌধুরী, ৬ এপ্রিল: টাকার লেন দেন তো বটেই। একই সঙ্গে এবার থেকেই UPI-এর মাধ্যমে ব্যাঙ্কে টাকাও জমা দেওয়া যাবে।

Advertisement of Hill 2 Ocean

হাতে ক্যাশ নেই? তাতে কি সমস্যা হাতে মোবাইল ফোন তো আছে, তা দিয়েই চলবে কাজ। আজকালকার দিনে মানি ব্যাগ ভুলে গেলেও হাতের মুঠোফোনটিকে ভোলা একেবারে অসম্ভব। তাই সময়-অসময় এই মোবাইল ফোনই আমাদের উদ্ধারকরে বহু অসুবিধা থেকে। আর তার মধ্যে অন্যতম এই UPI সিস্টেম। এখন ডিজিটাল ইন্ডিয়ার মতো প্রকল্পে জোর দেওয়ায় হার্ডকপি বহন করার সমস্যা অনেকটাই কমেছে। আর সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে অনলাইন মানি ট্রান্সফার। তবে হাতে যদি এমন অসাধারন সুবিধা থাকে তোবে কেই বা নগদ টাকা বহন করার ঝক্কি পোহাবে? আর যেখানে এক মুহূর্তে কোনও ঝক্কি ছাড়াই রয়েছে টাকা আদান প্রদানের এতো সুবিধা। তবে এবার থেকে এই UPI- এর মাধ্যমেই ব্যাঙ্কে টাকা জমা দেওয়া যাবে।  শুক্রবার এমনটাই জানান রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।

new upi-system

প্রকাশ্যে এল MG Comet EV মডেলের স্পেসিফিকেশনস সহ যাবতীয় ফিচারস! জেনে নিন এই গাড়ির দামও

এতদিন শুধুমাত্র ডেবিট কার্ড দিয়ে গ্রাহকরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমা দিতে পারত। এবার ইউপিআই-র মাধ্যমেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমা করা যাবে। আর শীঘ্রই ইউপিআই-র মাধ্যমে ক্যাশ ডিপোজিটের ব্য়বস্থাও চালু হবে। বলে জানান রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। এটিএম থেকে ডেবিট কার্ড ছাড়াই ইউপিআই-র মাধ্যমে যেমন টাকা তোলার সুবিধা আছে তমনই, তেমনই এবার থেকে টাকা জমাও দেওয়া যাবে। আর সেই ব্যবস্থা খুব শীঘ্রই পাবে গ্রাহকরা। ব্যাঙ্কের উপরে চাপ কমানোর পাশাপাশি গ্রাহকদের সুবিধার জন্যই এই ব্যবস্থা আনা হচ্ছে বলেও জানান তিনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর