স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালে দুর্নীতি রুখতে রাজ্যের নতুন পদক্ষেপ

ব্যুরো নিউজ,৪ ডিসেম্বর:স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে গিয়ে অনেক রোগী বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে অতিরিক্ত বিল আনার অভিযোগ করেছেন।এমনকি রোগী ভর্তি না থেকেও তার নামে বিল বৃদ্ধি হয়েছে।আবার এমনও অভিযোগ উঠেছে যে ডাক্তার অপারেশন না করেও অপারেশনের বিল জমা দিয়েছে। এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার এখন একটি নতুন পদক্ষেপ নিয়েছে।

বিল গেটসের ‘ল্যাবরেটরি’ মন্তব্যে বিতর্ক, নেটিজেনদের ক্ষোভ

চিকিৎসার পরিবেশ তৈরি


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগশিপ প্রজেক্ট স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার থেকে চালু হবে ‘জিও ট্যাগিং’ ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে রাজ্যজুড়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা সমস্ত বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপের মাধ্যমে রোগীর ছবি তুলে পাঠাতে হবে। অপারেশনের আগে, পরে এবং ডিসচার্জের সময়ও ছবি আপলোড করতে হবে। এই তথ্য যাচাই করতে ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।এছাড়া রোগীর নাম, হাসপাতালের নাম, ও হাসপাতালের অবস্থান ও তারিখের তথ্যও আপলোড করতে হবে। এআই সিস্টেম সেই তথ্য যাচাই করবে এবং যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট হাসপাতাল ও পদাধিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মালদায় বাংলাদেশি নাগরিকদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত

অপরদিকে এই নতুন পদক্ষেপে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকতে হবে কারণ তথ্য একবার আপলোড হয়ে গেলে সেটি আর পরিবর্তন করা যাবে না। টিপিএ বা দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলি সেই সময় অনুযায়ী অপারেশন এবং চিকিৎসার সমস্ত তথ্য যাচাই করবে। এই পদক্ষেপের উদ্দেশ্য শুধু হাসপাতালের দুর্নীতি রোধ নয় বরং রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা।স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এ ধরনের কঠোর পদক্ষেপের ফলে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে এবং রাজ্য সরকারের এই উদ্যোগ রোগীদের জন্য আরও নিরাপদ চিকিৎসার পরিবেশ তৈরি করবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর